করোনা মহামারীতে প্রযুক্তি বাজারে আরও একটি নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে এসেছে । এই নতুন ল্যাপটপ টির নাম হল শাওমি এম আই গেম বুক কোর আই ৭। এই ল্যাপটপে থাকছে ১৬ জিবি র্যাম এর পাশাপাশি থাকছে ৫৫ ডব্লিউ এইস ব্যাটারি।
চলুন জেনে নেয়া যাক এই ল্যাপটপের সকল স্পেসিফিকেশন:
এই ল্যাপটপের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উইন্ডোজ টেন হোম ।এতে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর আই ৭ ৮৭৫০ এইস প্রসেসর ।এতে গ্রাফিক্স হিসেবে থাকছে এনভিডিয়া জি ই ফোর্স জি টি এক্স ১০৬০ গ্রাফিক্স । এতে থাকছে ১৫.৬ ইঞ্চির একটি এফ এইচ ডি আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন হলো ১৯২০*১২০০ মেগাপিক্সেল। মেমোরি হিসেবে এই ল্যাপটপে থাকছে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইএমসিসি ইন্টারনাল স্টোরেজ। এখানে কোন অ্যাডিশনাল অফিস সফটওয়্যার থাকবে না। এখানে ৪ সেলের সাথে থাকছে ৫৫ ডব্লিউ এইস ব্যাটারি । এবং এখানে ৪৫ মিনিটের মধ্যে ৫০% চার্জ ব্যাকআপ পাওয়ার আশা করা যাচ্ছে। এই ল্যাপটপের কালার হিসেবে থাকছে গ্রে কালার। এখানে থাকছে ফুল সাইজ কিবোর্ড । এখানে ওয়েবক্যাম হিসেবে থাকছে ৭২০ এইচডি ওয়েবক্যাম এবং সাথে থাকছে উইন্ডোজ হ্যালো সাপোর্ট । ।ল্যাপটপের বডি ডাইমেনশন হল ৩৬.৪*২৬.৫২*২০.৯সেন্টিমিটার।
সবশেষে কথা বলি ফোনটির দাম এর বিষয়ে:
এই ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ১০৪০০০ টাকা।