ওলেড ডিসপ্লের নতুন ল্যাপটপ নিয়ে এসেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি। এমআই নোটবুক প্রো এক্স১৫তে উন্নত ডিসপ্লের পাশাপাশি অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন রয়েছে, যা এটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।
এমআই নোটবুক প্রো এক্স১৫তে ১৫ দশমিক ৬ ইঞ্চির ৩৪৫৬দ্ধ২১৬০ (৩.৫কে) পিক্সেলের স্যামসাং ই-ফোর ওলেড ডিসপ্লে প্রদান করা হয়েছে। যার পিক্সেল ডেনসিটি ২৬১ পিপিআই, সর্বোচ্চ উজ্জ্বলতা ৬০০ নিটস পিক এবং আসপেক্ট রেশিও ১৬:১০। প্রসেসর হিসেবে এ ল্যাপটপে ১১ প্রজন্মের ইন্টেল কোর আই-সেভেন প্রসেসর দেয়া হয়েছে। যার সঙ্গে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ টিআই গ্রাফিকস কার্ড এবং ৩২ জিবি পর্যন্ত এলপিডিডিআরফোরএক্স র্যাম বৃদ্ধির সুবিধা রয়েছে। এতে ১ টেরাবাইট পিসিআইই স্টোরেজও রয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে এমআই নোটবুক প্রো এক্স১৫তে ব্লুটুথ ভার্সন ৫.২, ওয়াইফাই সিক্সের পাশাপাশি দুটি ইউএসবিএ ৩.২ জেন টু, ইউএসবি টাইপ সি, থান্ডারবোল্ট ফোর, ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং একটি এইচডিএমআই ২.১ পোর্ট রয়েছে। পাওয়ার বাটনের সঙ্গে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও প্রদান করা হয়েছে।
ল্যাপটপটিতে ৮০ ওয়াট আওয়ারের ব্যাটারি প্রদান করেছে শাওমি। এক চার্জে এ ব্যাটারি টানা সাড়ে ১১ ঘণ্টা ভিডিও প্লেব্যাক করতে পারবে বলে দাবি প্রতিষ্ঠানটির। এছাড়া এর সঙ্গে ১৩০ ওয়াটের ইউএসবি টাইপ সি পাওয়ার অ্যাডাপ্টার প্রদান করা হয়েছে যার মাধ্যমে মাত্র ২৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ প্রদান করা যাবে।
বাজারে এ ল্যাপটপের দুটি ভার্সন পাওয়া যাবে। ইন্টেলের ১১ প্রজন্মের কোর আই-ফাইভ ১১৩০০এইচ প্রসেসর, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ সংবলিত ভার্সনটির বাজারমূল্য ১ লাখ ৫ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে হতে পারে। এছাড়া কোর আই-সেভেন ১১৩৭০এইচ প্রসেসর, ৩২ জিবি র্যাম ও ১ টেরাবাইট এসএসডি সংবলিত ভার্সনটির দাম ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে হতে পারে।