ইউভি ন্যানো চার্জিং সুবিধা নিয়ে বাজারে নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান এলজি। এ চার্জিং প্রযুক্তি এলজি টোন ফ্রি ডিএফপি৮ডব্লিউ ইয়ারবাডস থেকে মাত্র ৫ মিনিটে ৯৯ দশমিক ১ শতাংশ ইকলি এবং এস অসিয়াস ব্যাকটেরিয়া ধংস করে।
এলজি টোন ফ্রি ডিএফপি৮ডব্লিউ ইয়ারবাডসে ৮ মিলিমিটার ডায়নামিক ড্রাইভার দেয়া হয়েছে, যেটি উচ্চমানের অডিও অভিজ্ঞতা দেবে। ইয়ারবাডসে তিনটি ডেডিকেটেড মাইক্রোফোনও রয়েছে, যার দুটি ভয়েস কলের জন্য, আরেকটি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশনের জন্য ব্যবহূত হয়ে থাকে।
ব্রিটিশ অডিও সিস্টেম মেকার মেরিডিয়ান এ ইয়ারবাডসের অডিও সিস্টেম তৈরি করেছে। পাশাপাশি এতে ফ্লেক্স অ্যাকশন ব্যাস প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এসবের পাশাপাশি এলজি এ ইয়ারবাডসে অ্যাম্বিয়েন্ট ও চ্যাট দুই মোড নির্ধারণের সুবিধাও যুক্ত করে দিয়েছে। এতে আইপিএক্সফোর কোটিং থাকায় সহজে বালু, ঘাম, পানি প্রবেশ করতে পারবে না।
কানেক্টিভিটির দিক থেকে এ ইয়ারবাডসে ব্লুটুথ ভার্সন ৫.২-এর সঙ্গে ফাইভ ডিভাইস মাল্টি পেয়ারিং অপশন রয়েছে। এছাড়া এতে গুগল ফাস্ট পেয়ারিং ও উইন্ডোজ সুইফট পেয়ার প্রটোকলও রয়েছে। গেমারদের জন্য ইয়ারবাডসে গেম মোডও দেয়া হয়েছে। এলজি টোন ফ্রি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এ মোড নিয়ন্ত্রণ করতে পারবেন।
ইয়ারবাডের চার্জিং কেসে ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি ইউএসবি টাইপ সি কেবলের মাধ্যমে চার্জিং সুবিধাও যুক্ত করে দিয়েছে এলজি। এতে ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে। এ ফিচারের মাধ্যমে মাত্র ৫ মিনিটের চার্জে ১ ঘণ্টা গান শোনা যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির। এ ইয়ারবাডসে টাচ কন্ট্রোল থাকায় সহজেই গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরির ভয়েস কমান্ড সাপোর্ট ব্যবহার করা যাবে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ছাড়া টানা ১০ ঘণ্টা এ ইয়ারবাডস ব্যবহার করা যাব। বাজারে চারকোল ব্ল্যাক, হেইজ গোল্ড ও পার্ল হোয়াইট—তিন রঙে ইয়ারবাডসটি পাওয়া যাবে। এর মূল্য ১৮ হাজার থেকে ২২ হাজার টাকার মধ্যে।