শিগগিরই বাজারে ফুল এইচডিপ্লাস ডিসপ্লের স্মার্টফোন আনতে যাচ্ছে ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। নকিয়া সি৩০ নামে এটি বাজারে আসবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। উন্মুক্তের আগেই স্মার্টফোন সম্পর্কিত বেশকিছু তথ্য ফাঁস হয়েছে।
রাশিয়ার ফোরডিলারস ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, নকিয়া সি৩০তে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ থাকবে। এতে ৬ দশমিক ৮২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হবে, যার রেজল্যুশন ১০৮০–২৪০০ ও আসপেক্ট রেশিও ২০:৫:৯।
নকিয়া সি৩০তে ১ দশমিক ৬০ গিগাহার্টজের হেক্সা কোর প্রসেসর ব্যবহার করা হতে পারে। এতে ৩ জিবি র্যামের পাশাপাশি ৬৪ জিবি স্টোরেজ দেয়া হতে পারে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এ স্টোরেজ বাড়ানো যাবে। এতে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকতে পারে।
ক্যামেরার দিক থেকে এ স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ও সেলফির জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হতে পারে। কানেক্টিভিটির দিক থেকে ফোনে ডুয়াল সিম সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪.২, জিপিএস, মাইক্রো ইউএসবি ও ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকতে পারে।
রিয়ার ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি নকিয়া সি৩০ ব্যবহারকারীরা ফেস আনলক ফিচারের মাধ্যমেও স্মার্টফোন আনলক করতে পারবে। ফোনটির ওজোন ১৯১ গ্রাম।
নকিয়ামবের এক প্রতিবেদন অনুযায়ী গত মাসে ইউএস এফসিসি সার্টিফিকেশন ওয়েবসাইটেও এ ফোনের দেখা মিলেছে, যেখানে ফোনটি টিএ ১৩৫৭ মডেল নম্বরে লিস্ট করা হয়েছে।
দুটি প্রতিষ্ঠানের তথ্যের মধ্যে সামান্য গরমিল থাকলেও স্মার্টফোনটি বাজারে আসার আগে এসব তথ্য ব্যবহারকারীদের কিছুটা আভাস দেবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। যদিও এইচএমডি গ্লোবাল থেকে এখনো এ স্মার্টফোন বাজারজাতের বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
নকিয়া সি৩০-এর ফাঁস হওয়া কিছু ছবি অনুযায়ী সবুজ ও সাদা দুই রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। গোলাকৃতির একটি ফ্রেমে ডুয়াল রিয়ার ক্যামেরা বসানো থাকবে, যার একটু নিচেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।