বাজারে আসতে এখনও অনেক দেরি। কিন্তু তার মধ্যেই এখন টিপস্টারদের মুখে মুখে ঘুরছে স্যামসাং এর আপকামিং গ্যালাক্সি এস২২ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের নাম। অফিসিয়ালভাবে না হলেও সূত্র থেকে উঠে আসছে স্যামসাং গ্যালাক্সি এস 22 সর্ম্পকিত নানা তথ্য। এবার এমনই এক লিক নিয়ে হাজির হল টিপস্টার যোগেশ।
স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে থাকবে 50MP আরজিবিডব্লিউ ক্যামেরা
টিপস্টার যোগেশের দাবি, গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোন নতুন ৫০ মেগাপিক্সেল আরজিবিডব্লিউ ক্যামেরা সেন্সর-সহ আসবে। আবার স্যামসাংয়ের পাশাপাশি বেশ কিছু কোম্পানি তাদের স্মার্টফোনে এই সেন্সর ব্যবহার করবে। যদিও তিনি এই ব্র্যান্ডগুলির নাম বলেননি। তবে এদের মধ্যে শাওমি অন্তর্ভুক্ত থাকবে বলে আমাদের অনুমান।
আরজিবিডব্লিউ সেন্সরের কাজ
আরজিবিডব্লিউ-এর পুরো কথাটি আগে জেনে নেওয়া যাক। এটি চারটি রঙের প্রথম শব্দ (ইংরেজি) নিয়ে গঠিত – লাল, সবুজ, নীল এবং সাদা। আরজিবিডব্লিউ চিপে একটি অতিরিক্ত সাদা লাইট এমিটিং ডায়োড দেওয়া থাকে। তাত্বিকভাবে যা উচ্চ-কনট্রাস্টযুক্ত দৃশ্যে উন্নত হাইলাইট রেন্ডিশন প্রদান করতে সক্ষম। সুতরাং, নতুন ৫০ মেগাপিক্সেল আরজিবিডব্লিউ চিপটি কম আলোতে নয়েজ-ফ্রি স্ট্যানিং ছবি তুলতে সাহায্য করবে।
উল্লেখ্য, বিখ্যাত টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন, আগামী মাসে স্যামসাং ৫০ মেগাপিক্সেল আরজিবিডব্লিউ সেন্সর ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর লঞ্চ করবে। স্যামসাংয়ের এই ২০০ মেগাপিক্সেল সেন্সর শাওমি তাদের এমআই ১২ সিরিজে সর্বপ্রথম ব্যবহার করবে বলে জল্পনা রয়েছে। আবার গ্যালাক্সি এস২২ সিরিজের টপ-এন্ড আল্ট্রা ভ্যারিয়েন্টেও প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ২০০ মেগাপিক্সেল হবে বলে গুঞ্জন শুরু হয়েছে।