বর্তমানে বাজারে নানা রকম কোম্পানী ল্যাপটপ তৈরী করছে তবে সেখানে রিয়েলমি কেন থাকবে পিছিয়ে। মোবাইলের পাশাপাশি রিয়েলমি এখন ল্যাপটপ তৈরী করছে। রিয়েলমি এবার নিয়ে আসছে রিয়েলমি বুক স্লিম ল্যাপটপ। এই ল্যাপটপটি হতে চলেছে অসাধারণ। ফিচার ভালমানের হওয়ার পাশাপাশি এর মূল্যটা ও রয়েছে হাতের নাগালে সেই কারণে ক্রেতার জন্য এটি হবে সহজলভ্য। চলুন দেখে নেওয়া যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন।
চলুন এবার আলোচনা করা যাক এই ল্যাপটপটির স্পেসিফিকেশন নিয়েঃ
রিয়েলমি বুক স্লিম ল্যাপটপটিতে দেওয়া হয়েছে ১৪ ইঞ্চি বিশিষ্ট ২ কে আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রীন রেজুলেশন দেওয়া হয়েছে ২১৬০X১৪৪০ পিক্সেল। উক্ত ল্যাপটপটির ওজন হবে মাত্র ১.৩৮ কেজি। এটির স্ক্রিন টু বডির অনুপাত হবে ৮২ শতাংশ। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ইন্টেল কোর আই ৫ ১১জেনারেশন প্রসেসর যার সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি এর এস এস ডি। উক্ত ল্যাপটপটির গ্রাফিক্স দেওয়া হয়েছে ইন্টেল আইরিস এক্স ই গ্রাফিক্স। উক্ত ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ওয়াইফাই ৬, ব্লুটুথ, ২.০ পোর্ট, হেডফোন জ্যাক ৩.৫ মিলিমিটার, ইউ এস বি টাইপ এ পোর্ট ৩.২, ব্যাকলাইট কিবোর্ড এর সুবিধা। এই ল্যাপটপটিতে আরো দেওয়া হয়েছে এইচ ডি ওয়েব ক্যামেরা। রিয়েলমি বুক স্লিম ল্যাপটপটির সাথে দেওয়া হয়েছে ৫৪ এম এ এইচ এর ব্যাটারী এবং ৬৫ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম। প্রতি একক চার্জ এ এই ল্যাপটপটি ১১ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিবে। ৫০% চার্জ হতে সময় নিবে মাত্র ৩০ মিনিট। বিষয়টি আমার খুব ভাল লেগেছে। এটি মূলত একটি নিয়মিত ব্যবহার করার ল্যাপটপ। ল্যাপটপটি আমার কাছে খুব ভাল লেগেছে।
রিয়েলমি বুক স্লিম ল্যাপটপ এর মূল্যঃ
এই ল্যাপটপটির ৮ জিবি র্যাম এর অপশনটির জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের মূল্য অনুযায়ী ৬৮,৬১৭ টাকা মাত্র।