সাশ্রয়ী মূল্যে বাজারে নতুন হেডফোন নিয়ে এসেছে জাপানের প্রযুক্তিপ্রতিষ্ঠান অডিও টেকনিকা। সাশ্রয়ী মূল্যে এটিএইচ-এস২২০বিটি নামের এ হেডফোন উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। একবারের চার্জে হেডফোনটির ব্যাটারি ৬০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ প্রদানে সক্ষম এবং এটি লো ল্যাটেন্সিতে ভালো ওয়্যারলেস সংযোগ প্রদান করবে।
অডিও টেকনিকা এটিএইচ-এস২২০বিটি হেডফোনে ৪০ মিলিমিটারের ক্লোজড ব্যাক ডায়নামিক ড্রাইভার রয়েছে, যা ৫ থেকে ৩২ হাজার হার্টজ পর্যন্ত শব্দ তরঙ্গ উৎপাদনে সক্ষম। আরামদায়ক ব্যবহারের জন্য হেডফোনে কুশন ও ইয়ারপ্যাড ব্যবহার করা হয়েছে।
ওয়্যারলেস মিউজিক প্লেব্যাক অভিজ্ঞতার জন্য এতে ব্লুটুথ ভার্সন ৫ ব্যবহার করা হয়েছে। তবে এটিএইচ-এস২২০বিটি হেডফোনের সঙ্গে থাকা ১ দশমিক ২ মিটারের যে কেবল ও বিল্ট ইন ৩ দশমিক ৫ ইঞ্চির কানেক্টর ব্যবহার কর হয়েছে, এটিকে ওয়্যারড হেডফোন হিসেবেও ব্যবহার করা যাবে।
ব্যবহারকারীরা দুটি ব্লুটুথ ডিভাইসের সঙ্গে এটিএইচ-এস২২০বিটি হেডফোনটি যুক্ত করতে পারবেন এবং বিভিন্ন কাজের জন্য প্রয়োজন অনুযায়ী ডিভাইস পরিবর্তন করতে পারবেন। সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে ওয়ান-ট্যাপ পেয়ারিং সুবিধা ব্যবহারে এতে গুগলের ফাস্ট পেয়ার ফিচারও রয়েছে।
হেডফোনটিতে ইয়ার কাপ কন্ট্রোল সুবিধা রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই গান বন্ধ করতে, পরিবর্তন করতে ও ফোন কল রিসিভ করতে পারবেন। এক্ষেত্রে স্মার্টফোন বের করার প্রয়োজন হবে না। এছাড়া গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরির ভয়েস ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজ, ম্যাপ নেভিগেশন, ও অন্যান্য ফিচার নিয়ন্ত্রণ করতে পারবেন।
এ হেডফোনে ইনবিল্ট মাইক্রোফোন যুক্ত করে দিয়েছে অডিও টেকনিকা। এ মাইক্রোফোন হ্যান্ডস ফ্রি কলিংয়ের জন্য ৫০ থেকে ৪ হাজার হার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি উৎপাদনে সক্ষম। তবে এ হেডফোনে কোনো অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সুবিধা নেই।
এটিএইচ-এস২২০বিটি হেডফোনে ৩ দশমিক ৭ ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারি প্রদান করা হয়েছে, যেটি একবারের চার্জে টানা ৬০ ঘণ্টা মিউজিক প্লেব্যাক প্রদানে সক্ষম। ইউএসবি টাইপ সি কানেকশনের মাধ্যমে ১০ মিনিট র্যাপিড চার্জে হেডফোনটি সাড়ে ৩ ঘণ্টা ব্যবহার করা যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির। হেডফোনটির ওজন ১৮০ গ্রাম। বাজারে কালো, নেভি ব্লু ও সাদা রঙে হেডফোনটি পাওয়া যাবে। এর বাজারমূল্য ৫ থেকে ১০ হাজার টাকা হতে পারে।