বাজারে ভাঁজযোগ্য ডিসপ্লের স্মার্টফোন আনতে নতুন পেটেন্ট আবেদন করেছে চীনের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। পাশাপাশি প্রতিষ্ঠানটি অঙ্গভঙ্গির মাধ্যমে স্মার্টফোন পরিচালনায় নিজস্ব প্রযুক্তির পেটেন্ট আবেদনও করেছে। খবর আইএএনএস।
লেটস গো ডিজিটালের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি হেপটিক ফিডব্যাক, সাউন্ড ইফেক্টসহ অঙ্গভঙ্গির মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য ভাঁজযোগ্য ডিসপ্লে প্রযুক্তি উন্মুক্ত করতে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) সঙ্গে এ পেটেন্ট আবেদন করেছে।
হুয়াওয়ে ব্যবহারকারীদের হেপটিক ফিডব্যাক ও অডিও অ্যালার্ট সুবিধাসহ আঙুলের ইশারায় এ নতুন ডিসপ্লের স্মার্টফোনগুলো নিয়ন্ত্রণের সুবিধা দেবে। ব্যবহারকারীরা ফোনের ক্যামেরা অথবা নির্ধারিত সেন্সরের ওপর হাত নাড়ানোর মাধ্যমে স্মার্টফোনের ডিসপ্লে চালু করতে পারবেন।
চীনের এ বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এর আগে ফোনের পেছনে আলাদা লেন্স ব্যবহারের পেটেন্ট আবেদন করেছিল।