গ্রাহক ভিত্তি থেকে শুরু করে চিপসেটের মজুদ সব জায়গাতেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে চীনা প্রযুক্তি জায়ান্টটির কাছে কিরিন চিপসেট বিক্রি থেকে বিরত থাকে টিএসএমসি। এতে হুয়াওয়ের চিপসেটের মজুদ শূন্যের কাছাকাছি চলে আসে। ফাইভজি স্মার্টফোনে হুয়াওয়ে যে অগ্রগতির সামনে ছিল তা মুখ থুবড়ে পড়ে এবং ভবিষ্যৎ হুমকিতে ফেলে। হুয়াওয়ে এখন নতুন সরবরাহকারীদের সঙ্গে কাজ করছে এবং নিকট ভবিষ্যতে ফাইভজি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে হুয়াওয়ের ব্যবসায় নিষেধাজ্ঞার পর পরই বিকল্প অংশীদার খুঁজতে থাকে চীনা প্রযুক্তি জায়ান্টটি। প্রতিকূলতা সত্ত্বেও হুয়াওয়ে ম্যাট ৪০ই বাজারে আনা হয়। হুয়াওয়ের নতুন ওই ফোনটিতে কিরিন ৯০০ চিপ ব্যবহার করা হয়েছে। খুব সম্ভব মার্কিন নিষেধাজ্ঞার আগে ওই চিপসেট ক্রয় করা হয়েছিল।
গত মার্চে চীনের বাজারে উন্মুক্ত করা হয়েছিল ম্যাট ৪০ই, যা বেশির ভাগ সময়ই স্টক আউট থাকে। আরো অবাক করা বিষয় হলো কোম্পানিটি তার হুয়াওয়ে পি৫০ ফোনটি ফোরজিসহ বাজারে ছেড়েছে। অথচ এ সিরিজের আগের ফোনগুলোতে ফাইভজি দেয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সংকটের কারণে প্রয়োজনীয় উপকরণ স্বল্পতায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে হুয়াওয়েকে।