জেড৩ ফাইভজি ফোনের সফলতার পরিপ্রেক্ষিতে বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চীনের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান আইকিউওও। জেড৫ ফাইভজি নামে নতুন স্মার্টফোনটি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এ স্মার্টফোনে ১২০ হার্টজের ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন সেভেন সিরিজের উন্নত প্রসেসর ব্যবহার করা হয়েছে।
আইকিউওও জেড৫ ফাইভজি স্মার্টফোনে ৬ দশমিক ৬৭ ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে প্যানেল দেয়া হয়েছে।
যার রেজল্যুশন ১০৮০X২৪০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এতে এইডিআর১০ ও পি৩ কালার গ্যামট ফিচারও রয়েছে।
আইকিউওও জেড৫ ফাইভজি স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের ৭৭৮জি চিপসেট ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অরিজিনওএস ১.০ ইউআই দেয়া হয়েছে। এতে ৮/১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ১২৮/২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজের পরিমাণ বাড়ানো যাবে।
জেড৫ স্মার্টফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে। প্রথমেই ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এরপর ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও শেষে ২ মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা রয়েছে। ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফটোগ্রাফির দিক থেকে এ স্মার্টফোনে নাইট সিন মোড, ডুয়াল ভিউ মোড, পোর্ট্রেট মোড, প্রফেশনাল মোড, টাইম ল্যাপস, ১০৮০ পিক্সেল রেজল্যুশনে স্লো-মোশন ভিডিও এবং ৪কে পর্যন্ত ভিডিও ধারণ করা সম্ভব।
আইকিউওও জেড৫ ফাইভজি স্মার্টফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বিশাল ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট, ফাইভজি, এক্সটেন্ডেড র্যাম, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক ও একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। স্মার্টফোনটির ওজন ১৯৫ গ্রাম।
বাজারে ব্লু অরিজিন, টুইলাইট ডন এবং ড্রিম স্পেস—এ তিন রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। ৮/১২৮ জিবির দাম ২৯৪ ডলার, ৮/২৫৬ জিবির দাম ৩২৫ ডলার এবং ১২/২৫৬ জিবির দাম ৩৫৬ ডলার।