কোয়ালকমের স্ন্যাপড্রাগন কিছু চিপসেটে ১৯২ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সাপোর্ট করতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্ন্যাপড্রাগন ৮৫৫, ৮৪৫, ৭১০, ৬৭৫ এবং ৬৭০ চিপসেটে সিঙ্গেল হিসেবে ১৯২ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করবে। ডেভেলপাররা, বিশেষ করে যারা গুগল ক্যামেরা অ্যাপ্লিকেশনের পোর্ট এবং নন-পিক্সেল ডিভাইসগুলোতে প্রযুক্তির মতো প্রকল্পগুলোতে কাজ করে, তারা সরাসরি আইএসপি স্পেসে আগ্রহী।
তারা এটিকে একটি উদ্ভাবন হিসেবে দেখে একে স্বাগত জানিয়েছে বলে জিএসএমএরিনা রোববার জানিয়েছে এমনটাই। তবে প্রতিষ্ঠানটি চাইছে এটিকে আরও উন্নত করে ডুয়াল ক্যামেরা আনার জন্যও কাজ করছে। যেখানে স্লোমোশন রেকোর্ডিং, হাইব্রিড অটোফোকাসের মতো ফিচার রাখা হবে।
কোয়ালকম বলছে, তারা অল্প সময়ের মধ্যে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে। সাম্প্রতিক কিছু চিপসেটে এটি সাপোর্ট করবে। কিন্তু যেহেতু ট্রেন্ড চলছে ডুয়াল-তিন-চার ক্যামেরার তাই তারা তাকে আরও উন্নত করতে চায়। কোয়ালকম তাদের ওয়েবসাইটেই বিষয়টি জানাবে। এর মধ্যে বাজারে ৪৮ মেগাপিক্সেলের রেডমি নোট ৭ ছেড়েছে শাওমি। যেটাতে কোয়ালকমেন স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট ব্যবহার করা হয়েছে।