অনর এবং মেইজু মোবাইলের ফিচার বেশ ভাল দিয়ে থাকে। তাই আজকে আমরা আলোচনা করব অনর ও মেইজু এর দুটি ফোন নিয়ে। ফোন দুটি হচ্ছে অনর ৫০ প্রো এবং মেইজু ১৬ টি এইচ নিয়ে। ফোন দুটির মধ্যে মূল্যের তেমন তারতম্য নেই। আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোন দুটি। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
অনর ৫০ প্রোঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৭২ ইঞ্চি বিশিষ্ট ও এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১২৩৬X২৬৭৬ পিক্সেল। উক্ত ফোনটিতে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর রিফ্রেশ রেট এবং এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪৩৯।
মেইজু ১৬ টি এইচঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.০ ইঞ্চি বিশিষ্ট সুপার অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২১৬০ পিক্সেল। এছাড়া এর সাথে পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪০২।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
অনর ৫০ প্রোঃ এই মোবাইলটির আয়তন হবে ১৬৩.৫X৭৪.৭X৮ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৮৭ গ্রাম।
মেইজু ১৬ টি এইচঃ উক্ত মোবাইলটির আয়তন হবে ১৫০.৫X৭৩.২X৭.৩ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৫২ গ্রাম।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
অনর ৫০ প্রোঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ ৫জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬৪২ এল। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৪,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২, ১০০ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
মেইজু ১৬ টি এইচঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬৩০। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৩,০১০ এম এ এইচ এর ব্যাটারি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.০ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ৮.১ ওরিও দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
অনর ৫০ প্রোঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ২ মেগাপিক্সেলের ডেপথ ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যার একটি হবে ৩২ মেগাপিক্সলের ওয়াইড ও অপরটি হবে ১২ মেগাপিক্সেলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, পি ডি এ এফ এর সুবিধা।
মেইজু ১৬ টি এইচঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১২ মেগাপিক্সেলের ও অপরটি হবে ২০ মেগাপিক্সেলের সেন্সর। সাথে দেওয়া হয়েছে কোয়াড এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ২০ মেগাপিক্সেলের। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, ই আই এস ও ও আই এস এর সুবিধা। উভয় ক্যামেরাতে ১০৮০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
অনর ৫০ প্রোঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮,৩৫২ টাকা।
মেইজু ১৬ টি এইচঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭,৯০৬ টাকা।
এখানে ফোন দুটির মাঝে মূল্যের তেমন তারতম্য নেই তবে ফিচারের অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে। দুইটি ফোনের ফিচারই দেওয়া হয়েছে দুর্দান্ত। এখানে আমার ব্যক্তিগতভাবে অনর ৫০ প্রো ফোনটিই বেশি ভাল লেগেছে কারণ মূল্য প্রায় একই রকম হলেও এর ফিচার অনেকটাই ভাল।