ডিভাইস নির্মাতা অপোর নতুন সাব-ব্র্যান্ড ‘রেনো’। চীনে এ সাব-ব্র্যান্ডের ঘোষণা দেয়ার পাশাপাশি লোগো উন্মোচন করা হয়েছে। ১০ এপ্রিল রেনোর আওতায় স্থানীয় বাজারে নতুন একটি ফোন উন্মোচনের কথা বলা হয়েছে। সুত্র: সিনহুয়া
রেনো ছাড়াও অপোর সাব-ব্র্যান্ড হিসেবে বেশ সাড়া ফেলেছে রিয়ালমি । অপোর সাব-ব্র্যান্ড রিয়ালমি উন্মোচন করে প্রতিষ্ঠানটি, যা ভারতের স্মার্টফোন বাজারে এরই মধ্যে সাড়া ফেলেছে।
চীনা ডিভাইস ব্র্যান্ডগুলো কেন সাব-ব্র্যান্ডের দিকে ঝুঁকছে? বিভিন্ন ব্র্যান্ড তাদের সাব-ব্র্যান্ডের আওতায় নির্দিষ্ট প্রাইস রেঞ্জের স্মার্টফোন উন্মোচন করছে।
চীনের সোস্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে রেনোর লোগো শেয়ার করেছেন অপোর ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান শেন। রঙিন এ লোগোর মাধ্যমে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদেরই ইঙ্গিত দেয়া হয়েছে।
বিবৃতিতে ব্রায়ান শেন বলেন, এপ্রিলে আমরা নতুন একটি প্রডাক্ট লাইনের সঙ্গে পরিচয় করাব, যা বৈশ্বিক বাজারে দারুণ সাড়া ফেলবে বলে আশা করছি।
আগামী ১০ এপ্রিল আসতে যাওয়া রেনো সাব-ব্র্যান্ডের প্রথম হ্যান্ডসেটে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকার ইঙ্গিত মিলেছে।