ফোল্ডেবল ফোন আনার পর এবার ডুয়েল ডিসপ্লে নিয়ে কাজ শুরু করেছে হুয়াওয়ে। নতুন এক পেটেন্টের ছবি থেকে এ তথ্য জানা গেছে। হুয়াওয়ের দাখিল করা পেটেন্টটির ছবি প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিস ও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্ট অফিস। এটি দাখিল করা হয়েছিলো ২০১৮ সালের ২৮ নভেম্বর।
পেটেন্ট ছবিতে দেখা যায়, ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপের নিচে ছোট আকারের একটি ডিসপ্লে রয়েছে।প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম লেটসগোডিজিটাল পেটেন্টটির একটি থ্রিডি রেন্ডার ছবি প্রকাশ করে। সেখানে দেখা যায়, সামনের ফুল স্ক্রিন ডিসপ্লেতে কোনো নচ নেই। পেছনে ডিসপ্লে থাকায় ব্যাক ক্যামেরা দিয়েই ভালো রেজুলেশনের সেলফি তোলা যাবে। তাই সামনে আর আলাদা করে সেলফি ক্যামেরা দেওয়া হয়নি।
এবারই প্রথম নয়, এর আগে ভিভো নেক্স ডুয়েল ডিসপ্লে ও নুবিয়া এক্স ফোনে ডুয়েল ডিসপ্লে দেখা যায়।