চীনে বাজারে এসেছে শাওমি রেডমি নোট ১১ সিরিজ। এই সিরিজে রেডমি নোট ১১, রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাস— মোট তিনটি ফোন থাকছে। বাজেট রেঞ্জে বেশ ভালো কনফিগারেশনের কারণে ইতোমধ্যেই স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে এই সিরিজ।
রেডমি নোট সিরিজ মূলত মধ্যম বাজেটে সবদিক মিলিয়ে ভালো ফোন অফার করে থাকে। সুন্দর ডিজাইন, ভালো ক্যামেরা ও ভালো প্রসেসর— এগুলোই রেডমি নোট সিরিজের ফোনগুলোর বৈশিষ্ট্য। প্রতিবছর এই সিরিজের ফোনগুলো এশিয়ার দেশগুলোতে বিশেষত তরুণ প্রজন্মের ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় ও সমাদৃত হয়।
রেডমি নোট ১১ ফোনটির প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ প্রসেসর। জিপিইউ থাকবে মালি- জি ৬৮ এম সি ৪। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬/৮ জিবি র্যাম ও ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ১২০ হার্জ এর ফাস্ট চার্জ, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.১ সহ নানাবিধ সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে।
অ্যান্ড্রয়েড ১১ এর পাশাপাশি মিইউআই ১২.৫ অপারেটিং সিস্টেমে চালবে রেডমি নোট ১১ ফোনটি ।৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ। পেছনে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকছে। ফ্রন্ট ক্যামেরা থাকছে ১৬ মেগাপিক্সেলের। ফোনটি ৪ বা ৬ গিগাবাইট র্যামের সাথে ১২৮ গিগাবাইট রম ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে।
রেডমি নোট ১১, নোট ১১ প্রো ও ১১ প্রো প্লাস এর দাম শুরু যথাক্রমে ১১৯৯ ইউয়ান, ১৫৯৯ ইউয়ান ও ১৮৯৯ ইউয়ান থেকে। ফোনগুলো আপাতত চীনে বিক্রি শুরু হলেও বাংলাদেশ বা ভারতের বাজারে কবে আসবে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।