মেট ৫০ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনার মধ্য দিয়ে পুনরায় বাজারে ফিরে আসার উদ্যোগ নিয়েছে চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। খবর জিএসএম অ্যারেনা ও গিজমোচায়না।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২২ সালের প্রথম প্রান্তিকে এ সিরিজের স্মার্টফোনগুলো বাজারে উন্মোচন করা হবে। তবে কবে নাগাদ এগুলো আনা হবে সে বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেভাবে কিছু জানানো হয়নি। প্রযুুক্তিবিদ ও সংশ্লিষ্টদের ধারণা, ২০২২ সালের মার্চে স্মার্টফোনগুলো বাজারে আনা হতে পারে।
চলতি বছরের কোনো এক সময় মেট ৫০ সিরিজের স্মার্টফোনগুলো বাজারজাত করা হতে পারে বলে সূত্রে জানা গিয়েছিল। কিন্তু জুলাইয়ে পি৫০ বাজারজাত করে প্রতিষ্ঠানটি। যেখানে মার্চে স্মার্টফোন আনার কথা ছিল। পি৫০-এর পর মেট সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলোর উন্মোচন স্থগিত করা হয়।
মেট৫০ সিরিজের স্মার্টফোনগুলোতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৯৮ চিপসেট ব্যবহার করা হতে পারে। অন্যান্য স্মার্টফোনে এ চিপসেট ব্যবহার করা হলেও নতুন সিরিজে কানেক্টিভিটিতে পরিবর্তন থাকবে। নতুন স্মার্টফোনগুলোতে ফাইভজির পরিবর্তে ফোরজি প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। অন্যদিকে কোয়ালকমের ৮৯৮ চিপসেট উৎপাদনে স্যামসাংয়ের ৪ ন্যানোমিটার প্রক্রিয়া এবং থ্রি ক্লাস্টার আর্কিটেকচারাল ডিজাইন ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে। আগামী মাসে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এ চিপের বাজারজাত শুরু করবে।