পকেট স্মার্টফোন কখনও দেখেছেন? নাম তো নিশ্চয়ই শুনেছেন। এবার হুয়াওয়ে একটি পকেট ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে হাজির হল, যার নাম হুয়াওয়ে পি৫০ পকেট ফোল্ডেবল ফোন (Huawei P50 Pocket Foldable Phone)। হুয়াওয়ের কাছে ইতিমধ্যেই তার মেট এক্স (Huawei Mate X Series) সিরিজে একটি ফোল্ডেবল স্মার্টফোন রয়েছে। এই হুয়াওয়ে পি৫০ পকেট আসলে সংস্থার প্রথম ক্লামশেল ফোল্ডেবল ফোন।
তবে এই লেটেস্ট হুয়াওয়ে পি৫০ পকেট ফোল্ডেবল ফোনে রয়েথে মাল্টি-ডাইমেনশনাল হিঞ্জ ডিজাইন, যা ক্রিজিং বাদ দিয়েই আনফোল্ড করতে পারে। গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে এই ফোল্ডেবল ফোনে রয়েছে, একটি ৬.৯ ইঞ্চির OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০Hz এবং টাচ স্যাম্পলিং রেট ৩০০Hz। এই মেন ডিসপ্লে আসলে ফুল HD এবং তার রেজোলিউশন ২৭৯০X১১৮৮ পিক্সেলস।
ফোরজি ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে থাকছে ৪ হাজার এমএইচের ব্যাটারি। চীনের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে ৪ হাজার ৩৭৯ ইউয়ান বা ৬৯০ ডলারে।