গুগলের জনপ্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড কিউ’। এ অপারেটিং সিস্টেমের বেটা বা ডেভেলপার সংস্করণ উন্মোচন করা হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, অ্যান্ড্রয়েড কিউতে একাধিক নতুন ফিচার যুক্ত করেছে গুগল। চলতি বছরের শেষ নাগাদ সাধারণ গ্রাহক পর্যায়ে নতুন ফিচারগুলো পৌঁছতে শুরু করবে।
উন্নত ওয়াই-ফাই সংযোগ সুবিধা
অ্যান্ড্রয়েড কিউতে ওয়াই-ফাই সংযোগ সুবিধা আরো উন্নত ও নিরাপদ করা হয়েছে। এখন পাসওয়ার্ড প্রদর্শন না করেই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযোগ স্থাপন করতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা মিলবে। এছাড়া পার্সোনাল ওয়াই-ফাই নেটওয়ার্ক শেয়ার করতে চাইলে পাসওয়ার্ড দিতে হবে না। কিউআর কোড স্ক্যান করেই নেটওয়ার্ক আরো এক বা একাধিক জনের সঙ্গে শেয়ার করা যাবে।
উন্নত ক্যামেরা
তৃতীয় পক্ষের ডেভেলপারদের অ্যাপ ব্যবহার করে অ্যান্ড্রয়েড কিউচালিত হ্যান্ডসেটের ক্যামেরায় উন্নত অভিজ্ঞতা মিলবে। অ্যান্ড্রয়েড কিউচালিত ডিভাইস ক্যামেরা লেন্স থেকে অবজেক্টের মধ্যবর্তী স্থানের বিভিন্ন তথ্য নিয়ে ধারণকৃত ছবিকে আরো প্রাণবন্ত ও উজ্জ্বল করে তুলবে। এ কাজে সহায়তা করবে তৃতীয় পক্ষের অ্যাপ।
নতুন অডিও-ভিডিও ফরম্যাট সমর্থন
বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট দেখতে এখন মোবাইল ডিভাইস বেশি ব্যবহার হচ্ছে। যে কারণে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণে ওপেনসোর্স ভিডিও কোডেক এভি১ সমর্থন আনা হয়েছে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ডিভাইসে এখন উচ্চমানের ভিডিও কন্টেন্ট কম ব্যান্ডউইডথ ব্যবহার করে স্ট্রিমিং করার সুবিধা মিলবে।
নতুন অ্যাপ অ্যালার্ট অপশন
অ্যান্ড্রয়েড ৯ পাই পর্যন্ত কোনো অ্যাপে একটু বেশি সময় চাপ দিয়ে ধরলে ‘স্টপ নোটিফিকেশন’ ও ‘কিপ শোয়িং’ অপশন দেখা যেত। তবে অ্যান্ড্রয়েড কিউতে অ্যাপ অ্যালার্ট অপশনে পরিবর্তন আনা হয়েছে। কিউচালিত ডিভাইসের অ্যাপের ওপর একটু বেশি সময় চাপ দিয়ে ধরলে এখন আরো বেশি অপশন দেখতে পারবেন। এ অপশন থেকে কোন অ্যাপ কী পরিমাণ ব্যাটারি অপচয় করছে, তা জানা ও ব্লক করা যাবে।
নতুন ডেস্কটপ মোড
অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমে নতুন ‘ডেস্কটপ মোড’ ফিচার এনেছে গুগল। অর্থাৎ কিউচালিত হ্যান্ডসেট এখন সহজে এক্সটার্নাল ডিসপ্লের সঙ্গে যুক্ত করে ব্যবহারের সুবিধা মিলবে।
ফোল্ডেবল স্ক্রিন সমর্থন
পূর্বাভাস অনুযায়ী অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমে ফোল্ডেবল স্ক্রিন সমর্থন এনেছে গুগল। অ্যান্ড্রয়েডের এ সংস্করণ ফোল্ডেবল ডিভাইসে ব্যবহার করা হলে ইউআই পজিশন এবং হোম স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া