নোকিয়ার স্মার্টফোন নিয়ে আসতে চলেছে এইচএমডি গ্লোবাল। আর সেই ফোনটি হল নোকিয়া জি২১। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়াল উন্মোচনের তারিখ ঘোষণা না করা হলেও একাধিক সূত্র থেকে এই তথ্য জানা গেছে। ফেব্রুয়ারি মাসে ফোনটি লঞ্চ করতে পারে।
নোকিয়া জি২১ ফোনে থাকছে একটি ট্রিপল ক্যামেরা ইউনিট, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল। শক্তিশালী একটি ৫০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হচ্ছে যা কুইক চার্জিং সাপোর্ট করবে। মোট দুটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোনটি লঞ্চ হতে পারে বলে জানা গেছে। গত বছর জুলাই মাসে নোকিয়া জি২০ লঞ্চ করেছিল, তারই পরবর্তী প্রজন্ম হতে চলেছে নোকিয়া জি২১।
এই ফোনে থাকছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০x৭২০ পিক্সেলস এবং অ্যাসপেক্ট রেশিও ২০:৯। রিপোর্টে দাবি করা হয়েছে, একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা ফোনটি চলবে। হতে পারে, সেটি একটি ইউনিসক চিপসেট। ফোনের ৪জিবি পর্যন্ত র্যাম এহং ১২৮জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
স্মার্টফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হতে পারে। প্রাইমারি সেন্সর হিসেবে একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে দুটি ২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে বলে জানা গেছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই হ্যান্ডসেটে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হচ্ছে।
কানেক্টিভিটির জন্য নোকিয়া জি২১ ফোনে থাকতে পারে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি, জিপিএস, এ-জিপিএস, গ্লোনাস, বেইদউ এবং একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।