মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চীনের উদীয়মান মোবাইল কোম্পানি হুয়াওয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ফলে বিশ্বব্যাপী তাদের মোবাইল উৎপাদন বন্ধ হয়ে যায়। গত বছর একটি ভাজ করা ফোন তৈরি করেছে চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠান। তবে ফোনটি শুধু চীনের বাজারেই বিক্রি করা হয়। এবার এ ফোনটি বিশ্ববাজারের জন্য লঞ্চ করতে যাচ্ছে হুয়াওয়ে। P50 Pro স্মার্টফোনটি দেখতে আদতে গ্যালাক্সির জেড ফ্লিপ এর মতো।
মূলত হুয়াওয়ে এবার দুটি মডেলের ফোন বিশ্ববাজারে উন্মুক্ত করতে যাচ্ছে। এর মধ্যে P50 Pro মডেলের ফোনটিতে রয়েছে স্নাপড্রাগন ৮৮৮ ৪জি সক, ৮/১২ জিবি র্যাম এবং ২৫৬/৫১২ জিবি স্টোরেজ সুবিধা। এছাড়াও রয়েছে ৬.৯ ইঞ্চি ভাজ করা ১২০ হার্জ ওএলইডি স্ক্রিন। ৪০০০ ব্যাটারির এই ফোনটির চার্জের সুবিধার জন্য দেওয়া হয়েছে ৪০ ওয়াটের চার্জার। রয়েছে একটি স্লাইড ফিঙ্গারপ্রিন্ট।
এই ফোনটি মূলত ক্যামেরার জন্যই বিখ্যাত। ৪০ মেগা পিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে রয়েছে ১৩ ও ৩২ মেগা পিক্সেলের আরও দুটি ক্যামেরা।
ফোন দুটির দামও কম না, ১ লাখ ২৪ হাজার থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা।
সূত্র: অ্যান্ড্রয়েড অর্থরিটি