বাজারে আসতে চলেছে রিয়েলমি ভি২৫ । সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এতে থাকছে কালার চেঞ্জিং ফটোক্রোম্যাটিক ব্যাক কভার। জিকবেঞ্চ সার্টিফিকেশনে সফল হয়েছে এই নতুন ফোন এবং সিঙ্গল স্কোর টেস্টে এর প্রাপ্ত নম্বর ৬৮৭। ফোনটি ১২ জিবি র্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে।
রিয়েলমি ভি২৫ ৫জি ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি। এই ডিসপ্লে ২০:৯ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এর ডিজাইন পাঞ্চ হোল। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। রিয়েলমি ভি২৫ ৫জি এসেছে ১২ জিবি র্যাম (LPDDR4x) ও ২৫৬ জিবি স্টোরেজ (UFS 2.2 )সহ। আবার এতে ডায়নামিক র্যাম এক্সপ্যানশন ফিচার উপলব্ধ, যা অতিরিক্ত ৭ জিবি র্যাম অফার করবে।
ফটোগ্রাফির জন্যরিয়েলমি ভি২৫ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ডুয়েল সিমের রিয়েলমি ভি২৫ ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক Realme UI 3.0 কাস্টম স্কিনে রান করবে। ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ওজন ১৯৫ গ্রাম।