আইকিউওও মোবাইল চলতি বছরে বেশ কয়েকটি ফোন লঞ্চ করে ফেলেছে ইতিমধ্যে। এবার আইকিউওও মোবাইল নতুন করে যুক্ত করল আইকিউওও জেড ৬ ৫জি। অসাধারণ ফিচারে সাজানো হয়েছে ফোনটি। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। চলতি বছরেই লঞ্চ করা হবে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
ডিসপ্লেঃ
আইকিউওও জেড ৬ ৫জি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫৮ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০৮ পিক্সেল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট। এছাড়া এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪০১।
বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। এই মোবাইলটির আয়তন হবে ১৬৪X৭৫.৮X৮.৩ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৮৫ গ্রাম।
হার্ডওয়্যার:
আইকিউওও জেড ৬ ৫জি ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬১৯ এল। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৪/৬/৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.১, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। আইকিউওও জেড ৬ ৫জি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।
ক্যামেরাঃ
আইকিউওও জেড ৬ ৫জি তে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা এর সুবিধা।
মূল্যঃ
আইকিউওও জেড ৬ ৫জি মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১৬,৮৬০ টাকা। কালো এবং নীল রং এ পাওয়া যাবে ফোনটি। মূল্য অনুযায়ী ফোনটির ফিচার দারুন দেওয়া হয়েছে। ফোনটি আমার কাছে খুব ভাল লেগেছে।