তারুণ্যকেন্দ্রিক ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে শীর্ষস্থানীয় গ্লোবাল প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। নতুন স্মার্টফোনটির মডেল ভিভো ওয়াই৩৩এস ।
আজ ২৪ মার্চ রোববার, ভিভো’র সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে এ তথ্য জানা যায়। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে পারে স্মার্টফোনটির প্রি-বুকিং পর্ব।
ভিভো ওয়াই৩৩এস একটি মিডরেঞ্জ স্মার্টফোন হবে বলেই ধারণা করা হচ্ছে । তবে, আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হবে ভিভো ওয়াই৩৩এস । মেইন ক্যামেরা হিসেবে স্মার্টফোনটিতে থাকবে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা । সাথে থাকবে, দুইটি আল্ট্রা ক্লিয়ার ক্যামেরাও । রিয়ার ক্যামেরায় মিলবে ভিভো’র সিগন্যাচার প্রযুক্তি ‘ডুয়াল টোন স্টেপ’; যা স্মার্টফোনটিকে প্রিমিয়াম ও এলিগেন্ট লুক দিয়েছে । ৮ মি.মি এর ট্রেন্ডি স্লিম স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি । ব্যাটারি সাপোর্ট বাড়াতে সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ ।
এক্সটেন্ডেড র্যাম ২.০ প্রযুক্তির মতো অত্যাধুনিক প্রযুক্তিও মিলবে মিডরেঞ্জের স্মার্টফোন ভিভো ওয়াই৩৩এস-এ । একাধিক অ্যাপে একই সঙ্গে কাজ চালিয়ে যেতে সহায়তা করবে এই বাড়তি র্যাম সুবিধা ।
বাংলাদেশে ভিভো ওয়াই৩৩এস মিরর ব্ল্যাক এবং স্টারি গোল্ড; এই দুই রঙে পাওয়া যেতে পারে।