প্রযুক্তিবাজারে শীর্ষাবস্থান ধরে রাখতে এবং উৎপাদন খরচ কমাতে নিজস্ব চিপ উৎপাদনের দিকে ঝুঁকছে বিভিন্ন প্রযুক্তি জায়ান্ট। অ্যাপল, স্যামসাং ও গুগলের পর এবার এ তালিকায় যুক্ত হচ্ছে অপো। স্বনির্ভর হতে আগামী বছর থেকে নিজস্ব চিপ উৎপাদন করবে অপো। চিপের ডিজাইন, তৈরি ও উৎপাদনের কাজ নিজেরাই করবে তারা।
চীনের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান এরই মধ্যে ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি), নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) ও কাস্টম মেমোরি আর্কিটেকচার ম্যারিসিলিকন এক্স তৈরি করেছে। ফোনঅ্যারেনার তথ্যানুযায়ী, অপোর সার্কিট ডিজাইন সহযোগী প্রতিষ্ঠান সাংহা ঝেকু নিজস্ব অ্যাপ্লিকেশন প্রসেসর (এপি) তৈরিতে কাজ করছে। এটি এমন ধরনের চিপ যেটি স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
আনুষ্ঠানিকভাবে এখন তথ্যটি জানালেও অপোর চিপ তৈরির পরিকল্পনা বেশ আগের। ইতোমধ্যে তারা অন্য দুই চিপ নির্মাতা কোম্পানি মিডিয়া টেক ও ইউনিসকের সাবেক কর্মীদের নিজেদের কোম্পানিতে নিয়োগ দিয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (টিএসএমসি) তাদের ৬ ন্যানোমিটার প্রসেস নডের মাধ্যমে নতুন এ চিপ তৈরি করবে এবং ২০২৩ সালে ব্যাপক হারে এর উৎপাদন শুরু হবে।
অপো চিপ উৎপাদন করলে সাবব্র্যান্ড রিয়েলমি ও অঙ্গ প্রতিষ্ঠান ওয়ানপ্লাসও সেগুলো ব্যবহার করতে পারবে।
অ্যাপ্লিকেশন প্রসেসরের পাশাপাশি অপো আরো একটি শক্তিসাশ্রয়ী চিপ তৈরিতে কাজ করছে বলে জানা গেছে। ২০২৪ সালে এটি বাজারে আনা হতে পারে। এটিও টিএসএমসির ৪ ন্যানোমিটার প্রসেস নড ব্যবহার করে তৈরি করা হবে। ৪ ন্যানোমিটার নডে তৈরি চিপসেটে ফাইভজি মডেমও থাকবে বলে জানা গেছে। তবে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব মডেম তৈরি করবে, নাকি কোয়ালকম বা স্যামসাংয়ের মতো তৃতীয় পক্ষের সরবরাহকারীদের ওপর নির্ভর করবে সেটি এখনো নিশ্চিত নয়।
অপোর আসন্ন অ্যাপ্লিকেশন প্রসেসরটি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করা হবে। আগামী বছর প্রতিষ্ঠানটি পাইলট প্রকল্পের অধীনে চিপ উৎপাদন শুরু করবে। এর মাধ্যমে প্রতি বছর উন্নত ডিজাইনে নতুন নতুন চিপ তৈরির সম্ভাবনা যাচাই করবে অপো।