মিড রেঞ্জের স্মার্টফোনের জন্য নতুন প্রসেসর উন্মোচন করেছে মিডিয়াটেক। ডাইমেনসিটি ১৩০০ নামের প্রসেসরটি ওয়ানপ্লাস নর্ডের পরবর্তী স্মার্টফোনের সঙ্গে বাজারে প্রবেশ করবে বলে ফোনঅ্যারেনার প্রতিবেদনে জানা গেছে। খবর গ্যাজেটস নাউ।
নতুন চিপসেটটি ডাইমেনসিটি ১২০০-এর উত্তরসূরি এবং এতে বেশকিছু আকর্ষণীয় ফিচার থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। ডাইমেনসিটি ১৩০০ একটি অক্টাকোর প্রসেসর। এতে চারটি প্রিমিয়াম আর্ম করটেক্স-এ৭৮ প্রসেসর এবং সর্বোচ্চ ৩ গিগাহার্টজ গতির একটি আল্ট্রা কোর অপারেটিং সিস্টেমও রয়েছে। মিডিয়াটেকের তথ্যানুযায়ী, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ৬ ন্যানোমিটার প্রসেসর নডের মাধ্যমে তৈরি চিপটি স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়াতে কাজ করবে।
ডাইমেনসিটি ১৩০০ প্রসেসরে বেশকিছু নতুন গেমিং ফিচারও রয়েছে। চিপসেটে মিডিয়াটেক হাইপারইঞ্জিন ৫.০ রয়েছে। যেটি এআই-ভিআরএস, ওয়াই-ফাই অথবা ব্লুটুথ হাইব্রিড ২.০, ব্লুটুথ এলই অডিও প্রযুক্তি এবং ডুয়াল লিংক ট্রু ওয়্যারলেস স্টেরিও অডিও ফিচার ব্যবহারের সুবিধা দেবে।
মিডিয়াটেকের নতুন চিপসেটটি স্মার্টফোনের ক্যামেরা পারফরম্যান্সেও পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এতে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে নাইট ফটোগ্রাফি ও হাই ডায়নামিক রেজল্যুশনে (এইচডিআর) পরিষ্কার ছবি পাওয়া যাবে।
ডাইমেনসিটি ১৩০০ চিপসেট উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে ব্যবহারে সহায়তা করবে। ফলে ব্যবহারকারীরা গেমিংয়ের সময় কোনো ফ্রেম ড্রপের সম্মুখীন হবেন না। পাশাপাশি এটি ওয়েবপেজ স্ক্রলিং, সোস্যাল স্ট্রিমিং ও অ্যানিমেশন অ্যাপ ব্যবহারে আরো আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যাবে। প্রসেসরটিতে উন্নত ফাইভজি প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।