চলতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই স্মার্টফোন ব্র্যান্ড অপো বাজারে লঞ্চ করে তাদের অপো রেনো ৭ সিরিজটি। শীঘ্রই এবার দেশের বাজারে আসতে চলেছে অপো রেনো ৮ স্মাটফোন । অপো রেনো ৮ ফোনে আছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।
জল্পনা চলছে সম্ভবত আগামী মাসে কিংবা জুনে এই সিরিজের ওপর থেকে পর্দা সরানো হতে পারে। তার আগে এখন এক পরিচিত টিপস্টার PGAM10 মডেল নম্বরের একটি আপকামিং ওপ্পো ফোনের স্পেসিফিকেশন অনলাইনে শেয়ার করেছেন। মনে করা হচ্ছে এটি অপো রেনো ৮ নামে চীনে লঞ্চ হতে পারে।
ওপ্পো রেনো ৮ ফোনে ৬.৬৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। নিরাপত্তার জন্য এই ফোনের ডিসপ্লের ওপর একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে। আবার অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট দ্বারা চালিত ওপ্পো রেনো ৮ মডেলে এলপিডিডিআর র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ মিলবে।
ফটোগ্রাফির জন্য, অপো রেনো ৮ -এর রিয়ার প্যানেলে অবস্থিত ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত থাকবে বলে মনে করা হচ্ছে। এই আসন্ন সিরিজের ডিভাইসগুলিতে লেটেস্ট Reno 7 লাইনআপের হ্যান্ডসেটে থাকা সনি আইএমএক্স ৭০৯ সেলফি ক্যামেরা দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, সেলফির জন্য এই ডিভাইসের সামনে প্যানেলে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, অপো রেনো ৮ ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।