চীনে আগামী ২৩ এপ্রিল জি৬ প্রো নামে নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করবে লেনোভো। নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডিভাইসটি উন্মোচনের ঘোষণা দেয়া হয়েছে। খবর এনডিটিভি।
চীনের সোস্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে জি৬ প্রো স্মার্টফোনের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে লেনোভো। ওই ভিডিওতে ডিভাইসটির বিভিন্ন ফিচার সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। জানা গেছে, ডিভাইসটির রিয়ার প্যানেলে নতুন আঙ্গিকের ‘হাইপার ভিশন’ ক্যামেরা দেখা যাবে। এ ক্যামেরায় ‘হাইপার ভিডিও’ ধারণ করা সম্ভব হবে।
বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লেনোভো জি৬ প্রোতে সর্বশেষ এবং সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থন করবে।
ওয়েইবোতে দেয়া এক পোস্টে লেনোভোর ভাইস প্রেসিডেন্ট চ্যাং চেং ইঙ্গিত দিয়েছেন, তাদের আসন্ন নতুন ফোন ১০০ মেগাপিক্সেলের ছবি ধারণে সক্ষম হবে। গত বছর নভেম্বরে জি৫ প্রো উন্মোচন করেছিল লেনোভো। ডিভাইসটি প্রিমিয়াম হ্যান্ডসেট বাজারে ভালো সাড়া ফেলেছে। ধারণা করা হচ্ছে, জি৬ প্রো ডিভাইসটি গত বছর বাজারে আসা জি৫ প্রোর পরবর্তী সংস্করণ হবে নতুন ডিভাইসটি।