জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং বর্তমানে তাদের একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোনের ওপর কাজ করছে। কোম্পানি গ্যালাক্সি এ সিরিজের এটা লেটেস্ট স্মার্টফোন। সেই ফোনের স্পেসিফিকেশনে কিছু আপগ্রেড করে এই ফোন লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।
যদিও এই হ্যান্ডসেটটি লঞ্চ হতে এখনও কয়েক মাস সময় লাগতে পারে। তবে ইতিমধ্যেই এক পরিচিত টিপস্টার এই আপকামিং ফোনটির কিছু কম্পিউটার এডেড ডিজাইন রেন্ডার প্রকাশ্যে এনেছেন ।
টিপস্টার স্টিভ হ্যামারস্টোফার ওরফে অনলিক্স, টেক সাইট গিজনেক্সট এর সাথে যৌথভাবে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ০৪এস-এর কম্পিউটার এডেড ডিজাইন রেন্ডারগুলি ফাঁস করেছেন।
ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ০৪এস-এ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যার আকার প্রায় ৬.৫ ইঞ্চি হবে। এই ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি ভি-আকৃতির নচ দেখতে পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য কোন প্রসেসর ব্যবহার করা হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।
এছাড়া ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, এই ফোনের ডানদিকে ভলিউম রকারটি অবস্থান করবে। আর অন্যান্য স্যামসাং স্মার্টফোনের মতো, পাওয়ার বাটনটি ডিভাইসটির ডানদিকের প্যানেলে দেখতে পাওয়া যাবে এবং এতে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও এম্বেড করা থাকতে পারে।
সবশেষে, ফাঁস হওয়া রেন্ডারগুলিতে স্যামসাং গ্যালাক্সি এ০৪ এস ফোনের নীচে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, চার্জ করার জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্পিকার গ্রিলগুলিও দেখা গেছে। ফোনের বাঁদিকে একটি সিম + মাইক্রোএসডি স্লট রয়েছে বলে মনে করা হচ্ছে।