শাওমি ‘১০০ ওয়াট সুপার টার্বো প্রযুক্তি’ নামে নতুন ধরনের মোবাইল চার্জিং প্রযুক্তি এনেছে। যার মাধ্যমে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি চার্জ হবে মাত্র ১৭ মিনিটে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চার্জারটি ব্যবহার করে ফোন চার্জ করার একটি ভিডিও শেয়ার করেছেন শাওমি প্রধান লিন বিন। ভিডিওতে মাত্র ১৭ মিনিটে চার হাজার মিলি ব্যাটারির শাওমি ফোন সম্পূর্ণ চার্জ হতে দেখা গেছে।
লিন জানিয়েছেন, ইতিমধ্যে কোম্পানির একাধিক ফোনে নতুন ‘ফাস্ট’ চার্জিং প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। তবে সেই ফোন বাজারে কবে আসবে তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।