শুরু থেকেই ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে একচেটিয়া আধিপত্য স্যামসাংয়ের। চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক ফোল্ডেবল ফোন বিক্রি হয়েছে ২২ লাখ ২০ হাজার ইউনিট। এর মধ্যে স্যামসাংয়ের বাজার হিস্যা ছিল ৭৪ শতাংশ। এবার সাশ্রয়ী গ্যালাক্সি এ সিরিজে একটি ফোল্ডেবল ফোন আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।
জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিক্রির দিক থেকে ক্ল্যামশেল ফোন ছিল সবচেয়ে জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন। মোট ফোল্ডেবল ফোনে এর বাজার হিস্যা ছিল ৭০ শতাংশ। তার মধ্যে স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফ্লিপ ৩ ফোল্ডেবল ফোনটির বাজার হিস্যা ছিল ৫১ শতাংশ। টানা তৃতীয় প্রান্তিকের মতো দ্বিতীয় জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন ছিল গ্যালাক্সি জি ফোল্ড ৩।
চলতি বছরের দ্বিতীয়ার্ধে পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি জি ফোল্ড ও গ্যালাক্সি জি ফ্লিপ বাজারে উন্মোচন করবে স্যামসাং। এর সঙ্গে গ্যালাক্সি এ সিরিজের একটি সাশ্রয়ী ফোল্ডেবল ফোনও আনবে তারা। মূলত ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে যে একচ্ছত্র অবস্থান, তা সুসংহত ও নিরাপদ করতে এবার সাশ্রয়ী একটি ফোনও উন্মোচন করবে তারা। তবে স্মার্টফোনটি সহসাই বাজারে আসছে না। ২০২৪ কিংবা ২০২৫ সালে সাশ্রয়ী ওই ফোল্ডেবল ফোনটি পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা।
সাম্প্রতিক বছরগুলোয় ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। ডিজনি সাপ্লাই চেইন কনসালট্যান্টসের (ডিএসসিসি) এক প্রতিবেদনে বলা হয়, প্রথম প্রান্তিকে ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি ৫৭১ শতাংশ বেড়ে ২২ লাখ ২০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে।