কয়েক বছর আগে প্রযুক্তি বাজারে ফাইন্ড এন নামে প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন আনে অপো। বর্তমানে প্রতিষ্ঠানটি পরবর্তী প্রজন্মের আরো দুটি ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারজাতের বিষয়ে কাজ করছে। খবর গিজমোচায়না।
ডিজিটাল চ্যাট স্টেশনের সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে অপো দুটি ভাঁজযোগ্য স্মার্টফোন তৈরিতে কাজ করছে। যার একটি ক্ল্যামশেল ও অন্যটি বইয়ের ভাঁজের মতো করে তৈরি করা হবে। ক্ল্যামশেল ফোল্ডিং ডিজাইনের স্মার্টফোনটি দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড লাইনআপের মতো হবে। এটিকে ড্রাগনফ্লাই কোডনেম দেয়া হয়েছে। তবে স্মার্টফোনটির আসল নাম এখনো দেয়া হয়নি।
নতুন স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। পরবর্তী প্রজন্মের ভাঁজযোগ্য স্মার্টফোনগুলোর পুরুত্ব কমাতেও কাজ করছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। পাশাপাশি ভাঁজের জন্য নতুন অবকাঠামোর সন্ধানও করছে।
অন্যদিকে ফাইন্ড এন স্মার্টফোনের সফলতার অংশ হিসেবে আরেকটি স্মার্টফোন তৈরি করছে অপো। যেটিকে অপো ফাইন্ড এন ২ নাম দেয়া হবে এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। বর্তমানে প্রচলিত মডেলের তুলনায় এ ডিভাইসের ওজন ও পুরুত্বও কমানো হবে। প্রকাশিত প্রতিবেদনে আরো দাবি করা হয়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রতিষ্ঠানটি একাধিক উচ্চক্ষমতাসম্পন্ন ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন বাজারজাত করবে। এসব ডিভাইসে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেকের ডাইমেনসিটি প্রসেসর ব্যবহার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নতুন সিরিজের নাম ও মোট কয়টি স্মার্টফোন সিরিজে থাকবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।