২২ অগাস্ট লঞ্চ হবে রিয়েলমি ৩ প্রো। ইতিমধ্যেই এই ফোন লঞ্চের ঘোষণা করে দিয়েছে রিয়েলমি । কোম্পানি জানিয়েছে এই ফোনে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য থাকছে শক্তিশালী প্রসেসার। তবে এই ফোনে ঠিক কোন প্রসেসার ব্যবহার হয়েছে তা জানায়নি চিনের কোম্পানিটি।
সম্প্রতি বেঞ্জমার্কিং ওয়েবসাইটে দেখা গিয়েছে রিয়েলমি ৩ প্রো। গিকবেঞ্চ ওয়েবসাইটে এই ফোনে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট দেখা গিয়েছে। রেডমি নোট ৭ প্রো এর সাথে প্রতিযোগিতায় ভাররে এই ফোন লঞ্চ করছে রিয়েলমি । রেডমি নোট ৭ প্রো তে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। যার থেকে তুলনামুলক শক্তিশালী চিপসেট থাকছে রিয়েলমি ৩ প্রো তে।
স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট ছাড়াও রিয়েলমি ৩ প্রো তে থাকছে ৬জিবি র্যাম আর ৩৯৬০ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি ৩ প্রো তে থাকবে ৬.৩ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে। এই অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব কালার ওএস ৬.০ স্কিন।
রেডমি নোট ৭ প্রো এর মতোই রিয়েলমি ৩ প্রো এর পিছনে থাকবে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ইতিমধ্যেই এই ক্যামেরায় তোলা ছবি ট্যুইটারে শেয়ার করেছেন রিয়েলমি প্রধান মাধব শেঠ।