২০ হাজার এমএএইচ ব্যাটারি পাওয়ার ব্যাংক বাজারে নিয়ে এসেছে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এর প্রধান আকর্ষণ এতে একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ করা যায়। টাইপ-সি দ্বিমুখী ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা বাজারে থাকা অন্যান্য পাওয়ার ব্যাংক থেকে সম্পূর্ণ আলাদা।
শাওমির নতুন এই পাওয়ার ব্যাংকে দুটি ইউএসবি-এ পোর্ট এবং একটি টাইপ-সি পোর্ট রয়েছে। যার সর্বোচ্চ সিঙ্গেল পোর্ট আউটপুট পাওয়ার ২২.৫ ওয়াট। টাইপ-সি পোর্ট থেকে লাইটনিং ডেটা কেবল বা অন্য কোনো স্ট্যান্ডার্ড কেবলের মাধ্যমে আইফোনকে ৩০ মিনিটের মধ্যে ৫৮ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম হবে পাওয়ার ব্যাংকটি।
ডিভাইসটি বড় ব্যাটারির স্মার্টফোনকে একাধিকবার চার্জ করতে পারবে। দুটি ইউএসবি-এ পোর্ট এবং একটি টাইপ-সি পোর্ট একই সাথে আউটপুট সাপোর্ট করে, যার ফলে একই সময়ে তিনটি ডিভাইস চার্জ করা সম্ভব। ট্যাবলেটসহ অন্যান্য ডিভাইস চার্জিংয়ের জন্যও এ পাওয়ার ব্যাংক ব্যবহার করা যাবে।
এছাড়া, শাওমির ব্লুটুথ হেডফোন, ব্রেসলেট চার্জ করতে এতে রয়েছে লো-কারেন্ট চার্জিং মোড সুবিধা।
এর বডি পিসিপ্লাস এবিএস প্লাস্টিকের উপাদান থেকে তৈরি, যা নন-স্লিপ, স্ক্র্যাচ-প্রতিরোধী এবং টেকসই। চীনের বাজারে পাওয়ার ব্যাংকটির দাম পড়বে ১৪৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার টাকা।