অ্যাপল ‘নতুন আইফোন উন্মোচনে’র এক দিন আগেই নতুন ‘মেইট ৫০’ সিরিজ স্মার্টফোনের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে টেক্সট মেসেজ পাঠানোর ফিচার রেখেছে চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি।
৭ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মোচনের জোর সম্ভাবনা রয়েছে অ্যাপলের। বরাবরের মতো কয়েক মাস আগেই থেকেই আইফোনের নতুন সংস্করণ নিয়ে বাজারে রটেছে নানা গুঞ্জন। এর মধ্যে নতুন আইফোনে স্যাটেলাইট সংযোগ ফিচারের সম্ভাব্যতা নিয়ে আলোচনা চলছে বেশ জোরেশোরে।
কিন্তু অ্যাপলের ‘ফার আউট’ আয়োজনের একদিন আগেই নতুন ‘মেইট ৫০’ সিরিজের ঘোষণা দিয়ে বাজারে আলোড়ন তুলেছে হুয়াওয়ে। মেইট ৫০ এবং মেইট ৫০ প্রো উভয় স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে টেক্সট পাঠানোর ফিচার রেখেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
এ চীনা হার্ডওয়্যার নির্মাতার কাছ থেকে এ ফিচারটি অপ্রত্যাশিত ছিল বললেও হয়তো ভুল বলা হবে না।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, টেক্সট মেসেজ পাঠানো এবং নেভিগেশনের জন্য চীনের আন্তর্জাতিক ‘বেইদৌ’ স্যাটেলাইট নেটওয়ার্কের সহযোগিতা নেবে হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলো। এর ফলে জরুরী প্রয়োজনের সময়ে সেলুলার নেটওয়ার্ক সংযোগ নেই এমন অঞ্চল থেকেও ছোট মেসেজ পাঠিয়ে যোগাযোগ করতে পারবেন স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা।
মেইট ৫০ সিরিজে আছে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটের ৪জি সংস্করণ, ৮ গিগাবাইটের র্যাম থাকবে এতে। মেইট ৫০ প্রো-এর স্ক্রিনের আকার খানিকটা বড়, ৬.৭৪ ইঞ্চির ওএলইডি ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ বলে জানিয়েছে ভার্জ। মেইট ৫০-এর স্ক্রিনের আকার ৬.৭ ইঞ্চি এবং এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ। উভয় স্মার্টফোনেই ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে।
সাম্প্রতিক দিনগুলোতে প্রযুক্তি বাজারে স্যাটেলাইটনির্ভর মোবাইল সংযোগ নিয়ে গুঞ্জন ও আলোচনা বেড়েছে। সম্প্রতি নতুন চুক্তির ঘোষণা দিয়েছে টি-মোবাইল ও স্পেসএক্স। স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে ক্রেতাদের স্যাটেলাইট নির্ভর মোবাইল সংযোগ সেবা দিতে চায় টি-মোবাইল।
অ্যাপলও একই ফিচার নিয়ে কাজ করছে– প্রযুক্তি পণ্যের বাজারে এ গুজব রটেছে গত বছরই।
তবে, প্রাথমিক অবস্থায় এ প্রযুক্তির সক্ষমতা সীমিত পর্যায়ে থাকবে বলে ধারণা করছে ভার্জ। টি-মোবাইল জানিয়েছে, স্যাটেলাইট সংযোগের মাধ্যমে টেক্সট মেসেজ এবং ছবি পাঠানোর সুবিধা দেবে তাদের সেবা। ভয়েস কল এবং ইন্টারনেট ব্যবহারের ফিচার যোগ হবে আরও পরে।
আর মেইটা ৫০ সিরিজ নিয়ে হুয়াওয়ের প্রচারণা ইঙ্গিত করছে, কেবল টেক্সট মেসেজ পাঠানোর সুযোগ থাকবে চীনা নির্মাতার নতুন স্মার্টফোনে, ফিরতি মেসেজ পাবে না ডিভাইসগুলো।
টি-মোবাইল ও হুয়াওয়েসহ এই ফিচার নিয়ে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তাদের প্রত্যেকেই স্যাটেলাইট সংযোগ সেবাকে জরুরী পরিস্থিতিতে যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচনা করছে; বন্ধুদের সঙ্গে গ্রুপ মেসেজে আড্ডা দেওয়ার অথবা লাইভ ভ্লগিংয়ের ফিচার হিসেবে নয়।
এখন অপেক্ষা কেবল অ্যাপলের। ৭ সেপ্টেম্বরের ‘ফার আউট’ আয়োজনেই উত্তর মিলবে– নতুন আইফোনে আদৌ স্যাটেলাইট সংযোগ সেবা থাকছে কি না।