চীনে শিশুদের স্মার্টওয়াচের বাজার গত চার বছরে বেড়ে দ্বিগুণ হয়েছে। এক্সটিসি ও অন্যান্য যুবকেন্দ্রিক ইলেকট্রনিকস নির্মাতাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে দেশটিতে স্মার্টওয়াচের বাজার বেড়েছে বলে জানা গিয়েছে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চার বছরে সম্প্রসারণের ধারা অব্যাহত থাকলেও চলতি বছরে চীনে স্মার্টওয়াচ বিক্রিতে ভাটা পড়তে পারে। প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে বেইজিংয়ের সাম্প্রতিক কড়া তদারকি এতে ভূমিকা রাখতে পারে। স্মার্টওয়াচ বেশি ব্যবহারে শিশুদের দৈনন্দিন জীবন ও শিক্ষা গ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা তদারকি সংস্থার।
চীনের বাজারে স্মার্টওয়াচ বিক্রিতে বেশ শক্তিশালী অবস্থান এক্সটিসির। গুয়াংডংভিত্তিক বিবিকে ইলেকট্রনিকসের মালিকানাধীন প্রতিষ্ঠানটি ২০১৫ সালে স্মার্টওয়াচ বিক্রি শুরু করে। এর বেশির ভাগ স্মার্টওয়াচের দাম ৫৯৮ থেকে ১ হাজার ৯৯৮ ইউয়ান (৮৬ থেকে ২৮৮ ডলার)।
চীনা থিঙ্ক ট্যাঙ্ক হুয়াজিং ইন্ডাস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট অনুসারে, ২০২০ সালে চীনে শিশুদের জন্য ২ কোটি ৯৯ লাখ স্মার্টওয়াচ বিক্রি হয়েছে। এ হার ২০১৬ সালে স্মার্টওয়াচ বিক্রির প্রায় দ্বিগুণ। ওই বছর দেশটিতে শিশুদের জন্য স্মার্টওয়াচ বিক্রি হয়েছিল ১ কোটি ৫০ লাখ।
২০২০ সালে সবচেয়ে বেশি স্মার্টওয়াচ বিক্রি করেছে বিবিকে। বর্তমানে দেশটির স্মার্টওয়াচ বাজারে বিবিকের হিস্যা ৩০ শতাংশের বেশি রয়েছে। এরপর হুয়াওয়ে টেকনোলজির ২০ শতাংশ ও বেইজিংভিত্তিক কিউ বিয়াও টেকনোলজির ১০ শতাংশ বাজার হিস্যা রয়েছে।
বিবিকের এক্সটিসি ব্র্যান্ডের একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ ওয়েইলিয়াও। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো একে অন্যের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারে। পাশাপাশি বার্তা বিনিময়, গ্রুপও তৈরি করা যায় অ্যাপটির মাধ্যমে।
চীনের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, সে বন্ধুদের সঙ্গে ওয়েইলিয়াও ব্যবহার করে সবসময় বার্তা আদান-প্রদান করে। চীনা অনলাইন গণমাধ্যম অ্যাপটির ক্রমবর্ধমান জনপ্রিয়তার বিষয়টি লক্ষ করেছে। পাশাপাশি ওয়েইলিয়াও দেশটির বৃহত্তম মেসেজিং অ্যাপ উইচ্যাটকে টেক্কা দিতে পারে বলেও একটি সূত্রে জানা গিয়েছে।
চীনের বাজারে স্মার্টওয়াচ বিক্রি ক্রমবর্ধমান বাড়ায় জনগণের পাশাপাশি দেশটির সরকারও উদ্বিগ্ন রয়েছে। এ কারণে সরকার এটির দ্রুত বিস্তার রোধে এ-সম্পর্কিত নীতিমালা আরো কঠোর করছে বলে জানা গিয়েছে।
গত ২৮ জুলাই দেশটির দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটি একটি নীতিমালা পাস করে। এ নীতিমালায় কিন্ডারগার্টেন, প্রাথমিক স্কুল ও জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে স্মার্টফোন ও স্মার্টওয়াচ আনায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ১ সেপ্টেম্বর এ নীতিমালা কার্যকর হয়।