দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং স্যাটেলাইট কানেক্টিভিটিযুক্ত নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, স্যামসাংয়ের পরবর্তী গ্যালাক্সি ডিভাইসে যুক্ত হবে এ ফিচার। স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে ফোনে নেটওয়ার্ক না থাকলেও কৃত্রিম উপগ্রহের সঙ্গে সংযুক্ত হয়ে কল-মেসেজ করা যায়।
চলতি মাসে বাজারে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১৪। এ সিরিজের চারটি ফোনেই থাকছে স্যাটেলাইট কানেক্টিভিটি। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপলকে টেক্কা দিতেই স্যামসাং তাদের ফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার যুক্ত করতে যাচ্ছে।
টেক ইনসাইডার রিকিওলো এক টুইট বার্তায় জানিয়েছে, স্যামসাং তাদের আসন্ন স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার যুক্ত করার পরিকল্পনা করেছে। তবে এই ফিচার স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের পাওয়া যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি স্যামসাং।
অ্যাপলের আগে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে তাদের ডিভাইসে (মেট ৫০) স্যাটেলাইট কানেক্টিভিটি সংযুক্ত করেছে।