চমক নিয়ে আসছে আইফোন এসই ৪। দ্রুত বাজারে উন্মোচিত হবে অ্যাপলের নতুন এই আইফোন। নতুন এই ডিভাইসে থাকতে পারে ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। দামেও বেশ সস্তা হবে। তবে কবে নাগাদ ফোনটি বাজারে আসবে অ্যাপলের পক্ষ থেকে তা জানা যায়নি।
শোনা যাচ্ছে, আইফোন এক্সআর মডেলের ডিজাইনের মতোই হতে পারে আইফোন এসই ৪ এর ডিজাইন। এ যাবৎ বাজেট মডেলের অর্থাৎ আইফোন এসই মডেলের তিনটি জেনারেশন উন্মোচন করেছে অ্যাপল। চলতি বছর মার্চে উন্মোচিত হয়েছে আইফোন এসই৩।
এরইমধ্যে ফোনটি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। বলা হচ্ছে, নতুন আইফোন এসই ৪ মডেলে থাকবে বেশ উন্নত ও নতুন সব ফিচার।
ম্যাক্রোমার্সের এক রিপোর্টে অ্যাপল অ্যানালিস্ট রোজ ইয়াং বলেন, আইফোন এসই ৪ ফোনে থাকতে পারে ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। পাঞ্চ হোল কাটআউট থাকবে এতে, পাশাপাশি থাকবে সেলফি ক্যামেরা সেন্সর। ফেস আইডি ফিচারের সাপোর্টও থাকবে।
উল্লেখ্য, আইফোন এসই৩ মডেলের ডিজাইন ছিল অনেকটাই আইফোন আটের মতো। এতে রয়েছে অ্যাপেলের এ১৫ বায়নিক চিপসেট। ৪.৭ ইঞ্চি রেটিনা ডিসপ্লের ফোনের সামনে রয়েছে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এই ফোনে সর্বোচ্চ স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি। আইফোন এসই ৩ আইপি ৬৫ রেটিং প্রাপ্ত ডিভাইস।