আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরাসহ চীনের বাজারে নতুন ফোন নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। ফোন দুটির মডেল স্যামসাং ডব্লিউ ২৩ এবং ডব্লিউ ২৩ ফ্লিপ। ফোন দুটি কিছুদিন আগে বাজারে আসা স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ এর চীনা ভার্সন।
স্যামসাং ডব্লিউ ২৩
স্যামসাং ডব্লিউ ২৩ ফাইভজি ফোনে রয়েছে ৭.৬ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি ফ্লেক্স প্রাইমারি ডিসপ্লে এবং ৬.২ ইঞ্চির এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স কভার ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১।
রয়েছে ট্রিপল-লেন্স রিয়ার ক্যামেরা, যার প্রধানটি ৫০ মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে একটি ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড এবং ৩এক্স অপটিক্যাল জুমসহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে কভার স্ক্রিনে ১০ মেগাপিক্সেল ক্যামেরা।
১৬ জিবি র্যামের এই ফোনে রয়ছে ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ। ফোনটিতে রয়েছে ৪৪০০ এমএএইচ ডুয়াল ব্যাটারি। পাওয়ারশেয়ার ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির ফোনটিতে রয়েছে ২৫ ওয়াটের চার্জিং সুবিধা।
স্যামসাং ডব্লিউ ২৩ ফ্লিপ
স্যামসাং ডব্লিউ ২৩ ফ্লিপ চীনা ভার্সনে থাকছে ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল ওলিড ডিসপ্লে। ফোনের বাইরের দিকে থাকছে একটি ১.৯ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ভাঁজ না খুলেই এই ডিসপ্লেতে বিভিন্ন নোটিফিকেশন দেখে নেওয়া যাবে। রিফ্রেশ রেট ১২০ হার্জ।
আছে কোয়ালকমের সব থেকে শক্তিশালী চিপসেট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১। ছবি তোলার জন্য রযেছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে কভার স্ক্রিনে ১০ মেগাপিক্সেল ক্যামেরা।
১২ জিবি র্যামের এই ফোনে রয়েছে ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ। ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশপাশি রয়েছে দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য ২৫ ওয়াটের ফাস্ট চার্জ সুবিধা।
স্যামসাং ডাব্লিউ ২৩ ফাইভজির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৯৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায ২ লাখ ২০ হাজার টাকা। স্যামসাং ডাব্লিউ ২৩ ফ্লিপ ৫জি দাম ৯ হাজার ৯৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা।