মাত্র ৯ মিনিটে ফুল চার্জ হবে শাওমির নতুন স্মার্টফোন। ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা নিয়ে রেডমি নোট ১২ সিরিজের এক্সপ্লোর এডিশন বাজারে এনেছে শাওমি। রেডমি নোট ১২ সিরিজের বেশ কয়েকটি ফোন এসেছে। এগুলো- রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস।
নোট ১২ সিরিজ বিশ্বের প্রথম স্মার্টফোন, যাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট। শাওমির এক্সপ্লোর এডিশন ছাড়া এর আগে ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার কোনো ফোন বাজারে আসেনি। ২১০ ওয়াটের ফাস্ট চার্জার থাকায় ফোনটি মাত্র ৯ মিনিটে ফুল চার্জ হতে সক্ষম।
ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ১২ জিবি র্যামের এই ফোনে রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ। তবে এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে না, ফলে স্টোরেজ বাড়ানো যাবে না।
রেডমি নতুন ফোনে রয়েছে ২০০মেগাপিক্সেল ক্যামেরার স্যামসাং আইসোসেল এইচপিএক্স সেন্সর। এই সেন্সর দ্বারা ৩০এফপিএস ৮কে ভিডিও রেকর্ড করা গেলেও ডাইমেনসিটি ১০৮০ চিপসেটের কারণে সর্বোচ্চ ১২০এফপিএস ফোরকে ভিডিও রেকর্ড করা যাবে ফোনটিতে। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৪৩০০ এমএএইচ। হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে ডিভাইসে রয়েছে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস।
রেডমি নোট ১২ এক্সপ্লোরার এডিশনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৩০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার টাকা।