যারা দীর্ঘস্থায়ী ব্যাটারি ও মজবুত গঠনের স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য ওকিটেল নতুন একটি হ্যান্ডসেট নিয়ে এসেছে। ওকিটেল ডব্লিউপি২১ ফোনটির সবচেয়ে বড় চমক এর ৯ হাজার ৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এতে ১২০ হার্টজের অ্যামোলেড প্যানেলের পাশাপাশি ব্যবহূত হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৯৯ চিপসেট।
ওকিটেলের স্মার্টফোনটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজল্যুশনের ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
একবার পুরো চার্জে স্মার্টফোনটি ১ হাজার ১৫০ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকবে। টানা ভিডিও দেখা যাবে ১২ ঘণ্টা। ডিভাইসটিতে ১২ জিবি র্যামের সঙ্গে থাকছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ আরো বাড়ানো যাবে। এ ধরনের অন্যান্য ফোনের চেয়ে ওকিটেলের পার্থক্য হলো ব্যাটারিতে জোর দিতে গিয়ে ক্যামেরায় ছাড় দেয়া হয়নি। স্মার্টফোনটির পেছনে এর প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬৮৬ সেন্সর। এছাড়া থাকছে ২০ মেগাপিক্সেলের সনি নাইট ভিশন সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। নাইট ভিশন ক্যামেরা থাকায় বেড়াতে গিয়ে রাতের ছবি ও ভিডিও করা যাবে।
কানেক্টিভিটির জন্য এ ফোনে রয়েছে ফোরজি, ব্লুটুথ ৫.০, জিপিএস, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক ও একটি ইউএসবি টাইপ সি পোর্ট। ৩৯৮ গ্রাম ওজনের ফোনটিতে ব্যবহার হয়েছে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম।
পানি ও ঘাম থেকে ফোনকে রক্ষা করতে থাকছে আইপিএক্স৪ সার্টিফিকেশন। বেশি তাপমাত্রা ও চাপে ফোনকে সুরক্ষিত রাখতে থাকছে আইপি৬৯কে সার্টিফিকেশন। এতে সব ধরনের আবহাওয়ায় এ ফোন ব্যবহার করা আরামদায়ক হবে। বাজারে ফোনটি পাওয়া যাবে ২৮০ ডলারে। ২৪ নভেম্বর থেকে আলিএক্সপ্রেস থেকে গ্রাহকরা সেলফোনটি কিনতে পারবে।