সম্প্রতি শাওমি জানিয়েছে তুলনামুলক পুরনো স্মার্টফোনে আর সফটওয়্যার আপডেট পাঠানো হবে না। এই তালিকায় রয়েছে ২০১৮ সালে লঞ্চ হওয়া একাধিক স্মার্টফোন এ।
শিগগিরই বেশিরভাগ শাওমি ফোনে পৌঁছে যাবে এমআইইউআই ১১ স্কিন। তবে কিছু স্মার্টফোন এই আপডেট পাবে না।
জেনে নিন যে ১০ শাওমি স্মার্টফোনে আপডেট পৌঁছাবে না –
১। শাওমি রেডমি ৬
২। শাওমি রেডমি ৬এ
৩। শাওমি রেডমি ওয়াই ২
৪। শাওমি রেডমি ৪
৫। শাওমি রেডমি ৪এ
৬। শাওমি রেডমি নোট ৪
৭। শাওমি রেডমি ৩এস
৮। শাওমি রেডমি ৩এক্স
৯। শাওমি রেডমি নোট ৩
১০। শাওমি রেডমি প্রো
একদিন ব্যবহারেই নষ্ট স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোন
এর মধ্যে অনেকগুলি ফোন ২০১৮ সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হয়েছিল। এর মধ্যে অন্যতম রেডমি ৬ ও রেডমি ৬এ এর মতো ফোনগুলি। লঞ্চের এক বছরের মধ্যে এই ফোনগুলিতে আপডেট পাঠানো বন্ধের সিদ্ধানের জন্য অবার হয়েছেন অনেকেই। তবে এই তালিকায় যেমন রয়েছে ২০১৮ সালে লঞ্চ হয়া একাধিক ফোন তেমনই রয়েছে রেডমি প্রো ও রেডমি নোট ৩ এর মতো বেশ কয়েক বছর আগে লঞ্চ হওয়া শাওমি স্মার্টফোনগুলি।