২০১৪ সালে রেডমি নোট সিরিজের ফোন বাজারে নিয়ে আসে শাওমি। গত ৮ বছরে ভারতের বাজারে ৭ কোটি ২০ লাখ রেডমি নোট সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। যা একক কোনো মডেলের ফোন বিক্রিতে রেকর্ড। খবর গিজমোচিনা।
জানা গেছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২৪ কোটি রেডমি নোট সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে শাওমি। এন্ট্রি-লেভেল এবং মিড-রেঞ্জের ডিভাইস হওয়ায় ভারতে রেডমি নোট সিরিজ বেশ জনপ্রিয়তা পেয়েছে।
২০১৯ সালে রেডমি নোট ৭ আনার পর ঘোষণা দিয়েচিল, তারা রেডমিকে আলাদা একটি ব্র্যান্ড হিসিবে পরিচয় করাবে। পরবর্তীতে সেটি না করে শাওমির একটি সিরিজ হিসেবেই থেকে যায়।
বিশ্বব্যাপী ফোন বিক্রিতে তৃতীয় অবস্থানে রয়েছে শাওমি। গতবছর শাওমির স্মার্টফোন বিক্রির পরিমাণ ছিল ১৮৬ মিলিয়ন বা ১৮ কোটি ৬০ লাখ। যা মার্কেট শেয়ারের প্রায় ১৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপলের স্মার্টফোন বিক্রির পরিমাণ ছিল ২৩২ মিলিয়ন বা ২৩ কোটি ২০ লাখ। যা মার্কেট শেয়ারের প্রায় ১৮ শতাংশ।
স্মার্টফোন বিক্রির সবার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং, তাদের বিক্রি হয়েছে ২৭২ মিলিয়ন বা ২৭ কোটি ২০ লাখ। যা মার্কেট শেয়ারের প্রায় ২০ শতাংশ।
ভারতের মতো বাংলাদেশেও শাওমির রয়েছে তুমুল জনপ্রিয়তা। চলতি বছরে বাংলাদেশে দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন মার্কেটে শীর্ষস্থান দখল করেছে শাওমি। ২৮ দশমিক ৮ শতাংশ মার্কেট শেয়ার ও বার্ষিক ১৩৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে শীর্ষস্থান নিয়েছে চীনা এ প্রযুক্তি প্রতিষ্ঠান। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
দ্বিতীয় অবস্থানে থাকা স্যামসাংয়ের মার্কেট শেয়ার ১৭ দশমিক ৩ শতাংশ ও বার্ষিক প্রবৃদ্ধি ৬৫ শতাংশ। ১০ দশমিক ১ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিভো।