আগামী বছর বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের সস্তা ফাইভজি আইফোন। যার মডেল আইফোন এসই ৪। এ যাবৎ বাজেট মডেলের অর্থাৎ আইফোন এসই মডেলের তিনটি জেনারেশন উন্মোচন করেছে অ্যাপল। চলতি বছর মার্চে উন্মোচিত হয়েছে আইফোন এসই৩।
প্রোসার নামের এক জনপ্রিয় টিপস্টার বলেন, আইফোন এসই ৪ দেখতে অনেকটাই আইফোন এক্সআরের মতো হবে। এছাড়া এতে বেশকিছু ফ্ল্যাগশিপ ফিচার পাওয়া যাবে। আইফোন ১৪-এর মতো অলওয়েজ অন ডিসপ্লে ফিচার থাকবে। তবে হোম বাটন থাকবে না।
সস্তা হলেও এতে থাকবে অ্যাপলের সবচেয়ে শক্তিশালী এ১৬ বায়োনিক চিপসেট।
তথ্য অনুসারে, আইফোন এসই ৪ ফোনে থাকবে ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। থাকবে পাঞ্চ হোল কাটআউট। পাশাপাশি থাকবে সেলফি ক্যামেরা সেন্সর। ফেস আইডি ফিচারের সাপোর্টও থাকবে।
২০২৩ সালের মার্চে বাজারে আসতে পারে এই ফোন।