ইনফিনিক্সের আল্ট্রা সিরিজের নতুন ফোন অক্টোবরের শেষ দিকে চীনের বাজারে উন্মোচিত হয়েছিল। যার মডেল ইনফিনিক্স জিরো আলট্রা। বৃহস্পতিবার থেকে বিশ্বের অন্যান্য বাজারেও পাওয়া যাচ্ছে নতুন এই ফোন। এই ফোনের প্রধান আকর্ষণ এতে থাকা ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
ইনফিনিক্সের নতুন এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ২৪০০ বাই ১৮০০ পিক্সেল। রয়েছে জি৬৮ গ্রাফিক্স কার্ড।
জিরো আল্ট্রা ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আছে ভেপার চেম্বার কুলিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ কাস্টম চালিত এই ফোনে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ।
ইনফিনিক্সের দাবি, ১৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের মাধ্যমে এই ফোনে থাকা ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ৮ মিনিট।
ইনফিনিক্স জিরো আল্ট্রা ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা।