চীনের ওপর নির্ভরতা কমাতে ২০২৫ সালের মধ্যে ভারতে এক-চতুর্থাংশ আইফোন তৈরির পরিকল্পনা নিয়েছে অ্যাপল। এর অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে ভারতে আইফোন উৎপাদন ক্ষমতা তিনগুণ বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন এই টেক জায়ান্ট। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ম্যাকরুমার্স।
পরিকল্পনা বাস্তবায়ন করতে অ্যাপল তার অন্যতম তিন সাপ্লায়ার ফক্সকন, পেগাট্রন এবং উইস্ট্রোনকে ভারতে তাদের উৎপাদন ক্ষমতা এবং লোকবল বাড়ানোর নির্দেশ দিয়েছে।
অ্যাপল অ্যানালিস্ট মিং-চি কুও বলেন, আগামীতে বিশ্বের সমগ্র আইফোন উৎপাদনের ৪০ থেকে ৪৫ শতাংশ ভারতে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ২০২৫ সালের মধ্যে আইপ্যাড ও অ্যাপল ওয়াচ উৎপাদনের ২০ শতাংশ, ম্যাকবুক উৎপাদনের ৫ শতাংশ এবং এয়ারপড উৎপাদনের ৬৫ শতাংশ ভিয়েতনামে তৈরি করা হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি চীনে লকডাউনের কারণে আইফোন উৎপাদনে লক্ষ্য মাত্রায় যেতে পারছে না অ্যাপল। তাই প্রতিষ্ঠানটির কাছে ভারতের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। যার কারণেই ভারতে আইফোন উৎপাদনের পরিমাণ তিনগুণ বাড়ানোর পরিকল্পনা করেছে অ্যাপল।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই ভারতে আইফোন তৈরি হচ্ছে। শুরুটা আইফোন এসই দিয়ে হলেও আইফোন ১২, ১৩ সিরিজ এবং সম্প্রতি আইফোন ১৪ সিরিজের উৎপাদনও শুরু হয়েছে।