নতুন চিপের ডিজাইন তৈরি ও উৎপাদন কার্যক্রম শুরু করতে আলাদা দল তৈরি করেছে স্যামসাংয়ের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেস। ব্যবসায়িক কার্যক্রমের অভ্যন্তরেই প্রতিষ্ঠানটি অ্যাপ্লিকেশন প্রসেসর সলিউশন ডেভেলপমেন্ট দল তৈরি করেছে।
দি ইলেকের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চই উন-জুন দলটি পরিচালনা করবেন। চলতি মাসের শুরুতে স্যামসাং বার্ষিক পুনর্গঠনের সময় তাকে এমএক্স ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করে। স্যামসাং সিস্টেম এলএসআইতেও একই পদ রয়েছে। এখানে এক্সিনোজ চিপ ডিজাইন করা হয়। আর এমএক্স গ্যালাক্সি স্মার্টফোনে এ চিপ ব্যবহার করে।
বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এমএক্স বিজনেস নতুন দল তৈরি করছে। হয়তো দলটি গ্যালাক্সিসহ অন্যান্য সিরিজে ব্যবহূত এক্সিনোজ চিপের উন্নয়নে অথবা ভবিষ্যতের জন্য আরো উন্নত চিপ তৈরিতে কাজ করবে। ২০১৬ সালে চই উন-জুন কোয়ালকম থেকে স্যামসাংয়ের মোবাইল বিজনেসে যুক্ত হয়। তাকে ওয়্যারলেস চিপসেট বিশেষজ্ঞ খেতাবও দেয়া হয়েছে।
অ্যাপ্লিকেশন প্রসেসর বা এপি স্মার্টফোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিবেদনের তথ্যানুযায়ী, যোগাযোগ ও গণনার জন্য এটি ব্যবহার হয়। স্যামসাংয়ের মোবাইল এক্সপেরিয়েন্স ব্যবসা কয়েকটি সরবরাহকারীর ওপর নির্ভরশীল। এদের মধ্যে কোয়ালকম, মিডিয়াটেক ও স্যামসাং সিস্টেম এলএসআই রয়েছে। সাধারণত স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসের দুটি সংস্করণ বাজারজাত করে। একটিতে এক্সিনোজ ও অন্যটিতে কোয়ালকমের প্রসেসর। আগে বলা হতো, কোয়ালকমের চিপসেট এক্সিনোজের তুলনায় বেশি গতিশীল, বিদ্যুৎসাশ্রয়ী ও দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দিতে সহায়তা করে।