আগামী বছরের ৭ ফেব্রুয়ারি নতুন ফোন উন্মোচন করতে যাচ্ছে ওয়ানপ্লাস, বহু প্রতিক্ষীত এই ফোনের মডেল ওয়ানপ্লাস ১১। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইতোমধ্যেই এই ডিভাইসের টিজার ভিডিও প্রকাশ করা হয়েছে।
ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকবে ৫০ মেগাপিক্সেল সনির আইএমএক্স ৮৯০ সেন্সর। সঙ্গে থাকবে ৪৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনটিতে ব্যবহৃত টেলিফটো ক্যামেরায় থাকবে ৩২ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় ২এক্স অপটিকাল জুম পাওয়া যাবে।
ফাইভজি সাপোর্টেট ৬.৭ ইঞ্চি কিউএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লের এই ফোনে থাকছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিভাইসে থাকবে ৩.১৮ গিগাহার্টজ অক্টো-কোর সিপিইউ। সিরামিক কভারের এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর।
এই ফোনে র্যাম-রমের দুইটি করে ভ্যারিয়েন্টে থাকবে। ৮ জিবি ও ১৬ জিবি র্যাম এবং ২৬৫ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ। ফোনটিতে থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি, সাথে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।