যতই দিন যাচ্ছে স্মার্টফোনে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তির ব্যবহার। আশা করা যাচ্ছে ২০২৩ সালে স্মার্টফোন নির্মাতারা ডিভাইসে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করবে। তাহলে দেখে নেওয়া যাক স্মার্টফোনে নতুন কি কি প্রযুক্তির ব্যবহার হতে পারে।
স্যাটেলাইট প্রযুক্তি: এরইমধ্যে অ্যাপল তাদের নতুন আইফোনে স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত করেছে, যা বেশ জনপ্রিয়তা পেয়েছে। ২০২৩ সালে অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করা হতে পারে এই প্রযুক্তি। গুগলের অ্যান্ড্রয়েডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশিমা লকহেইমার বলেন, অ্যান্ড্রয়েড ১৪-তে স্যাটেলাইট প্রযুক্তি যুক্ত হবে।
উন্নত ক্যামেরা: বর্তমান সময়ে স্মার্টফোন মানেই ভালো ক্যামেরা। ফোনে ব্যবহার করা হচ্ছে ডিএসএলআর লেন্স। ২০২৩ সালে স্মার্টফোনের ক্যামেরা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
ফাস্ট চার্জিং: বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ডগুলো কে কার চেয়ে অধিক ফাস্ট চার্জিং প্রযুক্তি প্রদান করতে পারে তা নিয়ে প্রতিযোগিতা চলে। ২০২৩ সালে বেশিরভাগ ফোনের মূল আকর্ষণ হবে ফাস্ট চার্জিং টেকনোলজি।
রুট সার্টিফিকেট : অপারেটিং সিস্টেমের মূল পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো রুট সার্টিফিকেট আপডেট করার ক্ষমতা। গুগল প্লে সিস্টেম আপডেট ব্যবহার করে স্মার্টফোন ব্যবহারকারীরা রুট সার্টিফিকেট আপডেট করতে পারবে।