চীনের বাজারে রেডমি কে সিরিজের নতুন ফোন বিক্রি শুরু হয়েছে। এই সিরিজের তিনটি ফোন বাজারে এসেছে কে৬০, কে৬০ প্রো এবং কে৬০ই। অবাক করা তথ্য হচ্ছে বিক্রি শুরুর ৫ মিনিটের মধ্যে প্রায় ৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে নতুন এই ফোন।
তথ্য অনুসারে, প্রতি সেকেন্ডে গড়ে ১০০ ইউনিট এবং প্রতি মিনিটে ৬০ হাজার ইউনিট বিক্রি হয়েছে। রেডমি কে৬০ ফোনে রয়েছে আধুনিক সব ফিচার। ট্রিপল ক্যামেরার এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন লেন্স, যাতে আছে ওআইএস ও ইআইএস উভয় প্রযুক্তি। আরও থাকছে ইম্প্রুভড অবজেক্ট রেকগনিশন, যার সাহায্যে এআই ফিল্টার ব্যবহার করা যাবে। একটি ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফিপ্রেমীদের রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
এছাড়াও রয়েছে শাওমি ইমেজিং ব্রেইন ২.০; যা অপটিক্স, কালার এবং দৃশ্য অপ্টিমাইজেশনে সহায়তা করবে। পাশাপাশি ক্যামেরার ফোকাস, স্ন্যাপশট এবং ছবি প্রিভিউ করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতেও সাহায্য করবে।
ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি কিউএইচডি প্লাস রেজুলেশনের ওলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ১২ বিট কালার, ৫২৬ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১,৪০০ নিট ব্রাইটনেস। থাকছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও।
প্রসেসর হিসেবে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২। ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র্যামের ডিভাইসটিতে আছে ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য ফ্ল্যাগশিপ ফোনটিতে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড।