চীনের বাজারে বুধবার উন্মোচিত হয়েছে ওয়ানপ্লাসের নতুন ফোন ওয়ানপ্লাস ১১। ৯ জানুয়ারি ফোনটির বিক্রি শুরু হবে, এরইমধ্যে প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারের শুরুতেই রেকর্ড গড়েছে ওয়ানপ্লাসের নতুন এই ফোন।
ওয়ানপ্লাসের চীনা শাখার প্রধান লি জিয়ে ওয়েইবোতে বলেন, মাত্র দুই ঘণ্টার মধ্যে ওয়ানপ্লাস ১১ কোম্পানির ইতিহাসে দ্রুততম প্রি-সেলের রেকর্ড অর্জন করেছে। তবে কি পরিমাণ বিক্রি হয়েছে তা স্পষ্ট করেনি তিনি।
ওয়ানপ্লাসের নতুন এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন ৩২১৬ বাই ১৪৪০ পিক্সেল। ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এর এলটিপিও ৩.০ প্যানেল ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ডলবি ভিশন প্রযুক্তি সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ কাস্টম স্কিন।
ফোনটি ১২ জিবি ও ১৬ জিবি র্যামের দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। স্টোরেজেও দুটি ভ্যারিয়েন্ট আছে- ২৫৬/৫১২ জিবি। দীর্ঘ সময় ব্যবহারে ডিভাইসটি যাতে ওভার-হিট না হয়, তার জন্য রয়েছে ভিসি লিকুইড কুলিং সিস্টেম। বলা হচ্ছে, এতে থাকা প্রসেসর ও ১৬ জিবি র্যাম ফোনটিকে ল্যাপটপের সঙ্গে টেক্কা দিতে সাহায্য করবে।
ডিভাইসের ব্যাক প্যানেলে রয়েছে বিখ্যাত ক্যামেরা লেন্স প্রস্তুতকারক হ্যাসেলব্লাডের সেন্সর। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেল সনির আইএমএক্স ৮৯০ সেন্সর। সঙ্গে আল্ট্রা-ওয়াইড লেন্স ও অটোফোকাস সমর্থিত ম্যাক্রো ভিশন ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় থাকছে ৩২ মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় ২এক্স অপটিকাল জুম থাকছে। সেলফি ক্যামেরার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
ওয়ানপ্লাসের নতুন ফোনে হার্ডওয়্যারের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে এতে থাকা সিরামিক কভার। যা সচরাচর স্মার্টফোনে দেখা যায় না। পাওয়ার ব্যাকঅ্যাপের জন্য থাকছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি,সাথে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ফোনের দাম পড়বে ৩,৯৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকা। ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ফোনের দাম ৪,৩৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ হাজার টাকা, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের ফোনের দাম ৪,৮৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ হাজার টাকা। এমেরাল্ড গ্রীন ও ভলক্যানিক ব্ল্যাক কালার বাজারে এসেছে ফোনটি।